শিরোনাম
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চেনা রূপে ফিরছে ঢাকা মোহামেডান!

ক্রীড়া প্রতিবেদক

চেনা রূপে ফিরছে ঢাকা মোহামেডান!

দীর্ঘদিন পর মোহামেডান ক্লাবে সাবেক তারকা ফুটবলারদের মিলনমেলা বসে ছিল। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সহ অধিনায়ক প্রতাপ শংকর হাজরা, গত দশকের তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক ক্লাব সংগঠক আর সমর্থকগোষ্ঠীর প্রতিনিধিরা গতকাল বিকালে বৃষ্টি উপেক্ষা করে মোহামেডান ক্লাব ভবনে এসে জমজমাট করে তুলেছিলেন। এরা প্রত্যেকেই মোহামেডানের সাবেক সৈনিক। কেউ মাঠে ফুটবল খেলে মোহামেডানের গৌরব বাড়িয়েছেন আবার কেউবা সংগঠক হিসেবে মোহামেডানকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন। আবার কেউ সমর্থন করতে গিয়ে রক্তও ঝরিয়েছেন। গতকাল ক্লাব ভবনে এসে ‘ক্যাসিনো কেলেঙ্কারি’ থেকে উত্তরণের পথই খুঁজলেন সবাই। সমর্থক দলের পক্ষ থেকে দাবি জানানো হলো, পেশাদার লিগে চ্যাম্পিয়নের ফাইট দেওয়ার মতো দল গঠন করতে হবে। সাবেক ফুটবলাররা বললেন, দলবদলে অংশ নিয়ে ভালো দল গঠন করতে হবে। সাবেক তারকা প্রতাপ শংকর হাজরা বলেন, ‘মোহামেডানকে ঘিরে বর্তমান সময়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা আমাদেরকে খুব কষ্ট দেয়। তবে সব দ্বিধাবিভক্তি ভুলে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, প্রয়োজনে সাবেক ফুটবলাররা চাঁদা দিয়ে দল গঠন করবে। মোহামেডানের সাবেক অধিনায়ক অশ্রুসিক্ত আমিনুল হক বলেন, ‘ক্লাবপাড়াকে এই কলঙ্ক থেকে মুক্ত করতে হবে। সামনে তিন মাসের মধ্যে যে কমিটি গঠনের কথা হচ্ছে সেখানে যোগ্যদেরকে আনতে হবে।’ ক্লাবের বর্ষীয়ান সংগঠক ফজলুর রহমান বাবুল বলেন, লোকমান গংরা ক্লাবের ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমরা তাকে ক্রীড়াঙ্গন থেকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছি। আমরা চাই মোহামেডান তার চেনা রূপে ফিরে আসুক। সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন পর ক্লাবে একত্রিত হয়েছি। এখানে ক্লাবের সার্বিক খবরাখবর নিয়েছি আমরা। কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায় তা নিয়ে ধীরে ধীরে আলোচনা করব।’ এ সময় ছাইদ হাছান কানন, ইলিয়াস হোসেন, আবু ইউসুফ, ইমতিয়াজ আহমেদ নকীব ও টিটুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অবাক লেগেছে এমন ঘৃণিত কাজের পরও গতকাল ক্লাবে দেখা গেছে ক্যাসিনো লোকমানের ঘনিষ্ঠজনদের।

সর্বশেষ খবর