সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রোটিয়াদের গুঁড়িয়ে দিল ভারত

ক্রীড়া ডেস্ক

বিশাখাপট্টম টেস্টের পঞ্চম দিন নাটকীয় কিছুর প্রত্যাশায় ছিল দক্ষিণ আফ্রিকা। ড্যান পিট ও মুতুস্বামী অষ্টম উইকেট জুটিতে দৃঢ়তার পরিচয় দিলে জমে উঠেছিল ম্যাচ। কিন্তু এই দৃঢ়তা ম্যাচ বাঁচাতে পারেনি। প্রথম ইনিংসে রবীচন্দন অশ্বিনের পারফরম্যান্সে উদ্দীপ্ত ডান হাতি পেসার মোহাম্মদ শামি ভেঙেচুরে দেন প্রোটিয়াসদের সব প্রতিরোধ। অশ্বিনের পর শামির বিধ্বংসী বোলিংয়ে ২০৩ রানে জিতে এগিয়ে গেছে সিরিজে। ৩৯৫ রানের টার্গেটে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯১ রানে। শামি ৩৫ রানে ৫ উইকেট। অশ্বিন প্রথম ইনিংসে নেন ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১ উইকেট। এক উইকেট নিয়েই রেকর্ড বুকে নাম লিখেছেন ভারতীয় স্পিনার। দ্রুততম সময়ে টেস্টে ৩৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ৬৬ টেস্টে সাড়ে ৩০০ উইকেট নেওয়ার একমাত্র কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার লিজেন্ড স্পিনার মুত্তিয়া মুরলীধরনের। এখন মুরলীধরনের পাশে নাম লিখেছেন অশ্বিন। ভারতীয় ক্রিকেট ইতিহাসে তার চেয়ে বেশি উইকেট অনিল কুম্বলে, ১৩২ টেস্টে ৬১৯ উইকেট। কপিল দেব ১৩১ টেস্টে ৪৩৪ এবং হরভজন সিং ১০৩ টেস্টে ৪০৩ উইকেট। টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটের নিয়মিত ওপেনার রোহিত ২৮ টেস্ট ক্যারিয়ারে এবারই প্রথম ওপেন করেন। সাদা পোশাকে ওপেনারের অভিষেকেই বাজিমাত করেন প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১২৭ রানের ইনিংস খেলে। অবশ্য মায়াঙ্ক আগারওয়াল ২১৫ রান করেছিলেন প্রথম ইনিংসে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত, প্রথম ইনিংস : ৫০২/৭ (ডি.) (আগারওয়াল ২১৫, রোহিত ১৭৬) ও দ্বিতীয় ইনিংস, ৩২৩/৪ (ডি.) ( রোহিত ১২৭)।

দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংস : ৪৩১ ও দ্বিতীয় ইনিংস ১৯১/১০, ৬৩.৫ ওভার (মারক্রাম ৩৯, ডি ব্রুইন ১০, ডু প্লেসিস ১৩, মুুথুসামি ৪৯*, পিট ৫৬, রাবাদা ১৮। অশ্বিন ১/৪৪, জাদেজা ৪/৬৫, শামি ৫/৩৫)।

ফল: ভারত ২০৩ রানে জয়ী, ম্যান অব দ্য ম্যাচ : রোহিত শর্মা

সর্বশেষ খবর