সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চট্ট. আবাহনী গোকোলামের ফাইনালে ওঠার লড়াই

রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে

চট্ট. আবাহনী গোকোলামের ফাইনালে ওঠার লড়াই

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর শুরু হওয়ার আগের দিন স্বাগতিক দল চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক শিরোপা পুনরুদ্ধার করার কথা বলেছিলেন। ২০১৫ সালে টুর্নামেন্টের প্রথম আসরে চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হলেও ২০১৭ সালে দ্বিতীয় আসরে শিরোপা ধরে রাখতে পারেনি তারা। কোচ মারুফুল হকের দাবিটা বাস্তবায়ন করার প্রথম ধাপটা পেরিয়ে এসেছেন জামাল ভূঁইয়ারা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটা। এবার ফাইনাল নিশ্চিত করার মিশন। আজ সন্ধ্যায় চট্টগ্রাম আবাহনী এম এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দক্ষিণ ভারতের ক্লাব গোকোলাম কেরালার। তবে সেমিফাইনালে বসুন্ধরা কিংসকে পেলেই খুশি হতে মারুফ। সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন তিনি।

টুর্নামেন্টে এখনো অপরাজিত দল গোকোলাম কেরালা। তারা গ্রুপপর্বে দুটি ম্যাচ জিতেছে। ড্র করেছে একটিতে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী প্রথম দুই ম্যাচ জিতলেও হেরেছে একটি। অবশ্য তারা নিজেদের শক্তিমত্তা ঠিকভাবেই প্রদর্শন করেছে টুর্নামেন্টে। ৮টি গোল করে গোল হজম করেছে ৩টি। অন্যদিকে গোকোলাম কেরালা ৫টি গোল করলেও গোল হজম করেছে মাত্র ১টি। দুই দলই পরস্পরকে খুব গভীরভাবে বিশ্লেষণ করেছে। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক বললেন, ‘টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা। তা পূরণ হয়েছে।’ ফাইনালে ওঠার মিশন নিয়ে তিনি বলেন, ‘প্রতিপক্ষ অনেক শক্তিশালী। গোকোলাম কেরালা সুসংগঠিত দল। অভিজ্ঞ প্লেয়ার রয়েছে তাদের। তবে তারা ধরাছোঁয়ার বাইরে নয়। তাছাড়া আমার ছেলেরাও খুব ভালো খেলছে। উন্নতির গ্রাফটা ঊর্ধ্বমুখী।’ প্রতিপক্ষের বিদেশি ফুটবলারদের নিয়ে বিশেষ কাজও করেছেন তিনি। বিশেষ করে ত্রিনিদাদ এন্ড টোবাগোর গার্সিয়া এবং উগান্ডার হেনরিকে নিয়ে মারুফ বলেন, ‘ওদের বিপক্ষে প্ল্যান আছে। গার্সিয়া ফ্রি কিকে দুর্দান্ত। আমরা আলাদাভাবে কাজ করেছি।’ বিশেষ করে জোনাল মার্কিংয়ের মাধ্যমেই প্রতিপক্ষকে কুপোকাত করার কথা বললেন তিনি। মারুফের মতে, সেমিফাইনালে দলটা দশ ভাগ উন্নতি দেখাতে পারলেই ফাইনাল খেলা সম্ভব হবে। অধিনায়ক জামাল ভূঁইয়ার মতও একই রকম। তিনি বলেন, ‘সেমিফাইনালে খুব টাইট ম্যাচ হবে। তবে আমরাই এগিয়ে থাকব আশা করি।’ শতভাগের বেশি দিয়ে হলেও এবার চ্যাম্পিয়ন হতে চান জামালরা। প্রতিপক্ষ অনেক শক্তিশালী হলেও ওসব নিয়ে মোটেও ভাবছে না দলটা।

গোকোলাম কেরালার কোচ ফার্নান্দো সান্তিয়াগোও চট্টগ্রাম আবাহনীর খেলা ভালোভাবেই পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম আবাহনী খুব ভালো টিম। ওদের স্ট্রাইকিং লাইন অসাধারণ।

 ওদের অধিনায়ক জামাল ভূঁইয়া দারুণ ফুটবল খেলছে। তবে আমরা কেবল একজনকে নিয়ে ভাবছি না। পুরো দলটাকে নিয়েই পরিকল্পনা করছি।’ গোকোলাম কেরালার জার্সিতে এবারের টুর্নামেন্টে দুর্দান্ত জুটি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন গার্সিয়া ও হেনরি। এ ব্যাপারে হেনরি বলেন, ‘গার্সিয়ার সঙ্গে আমার বুঝাপড়াটা দারুণ। সে দারুণ এক ফুটবলার। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। মাঠে আপনারা নিশ্চয়ই তা দেখতে পান।’ হেনরি তিনটি গোল করেছেন। এর মধ্যে গার্সিয়ার অবদান অনেক। আজ এই জুটিকে রুখবার জন্য মারুফের শিষ্যরা কতটা প্রস্তুত তা মাঠেই প্রমাণ হবে!

সর্বশেষ খবর