রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এসএ গেমস ঘিরে যত আশা

ক্রীড়া প্রতিবেদক

সামনেই এসএ গেমস। এ গেমস ঘিরে নতুন কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আরচারিতে আশার আলো জ্বেলেছেন রোমান সানারা। কেবল আরচারিই নয়, সামনের মাসে (১-১০ ডিসেম্বর) নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠেয় এসএ গেমসে বেশ কটি ক্রীড়া ডিসিপ্লিনেই একাধিক সোনা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। গতকাল অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলনে ১৩তম এসএ গেমস উপলক্ষে প্রস্তুতির নানান দিক তুলে ধরেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব শাহেদ রেজা।

 তিনি বলেন, ‘এবার অনেক বেশি প্রত্যাশা আমাদের। ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতেই আমরা অংশ নিচ্ছি। এর মধ্যে ফুটবল ও ক্রিকেট ছাড়া সব ফেডারেশনই অলিম্পিকের সহযোগিতায় প্রস্তুতিমূলক ক্যাম্প করেছে। আশা করি, এবার ফলাফল অনেক ভালো হবে।’ নির্দিষ্ট করে সোনার পদকের সংখ্যা উল্লেখ না করলেও গতবারের চেয়ে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন শাহেদ রেজা। ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত ১২তম এসএ গেমসে বাংলাদেশ সাঁতারে দুটি এবং ওয়েটলিফটিং ও শুটিংয়ে ১টি করে সোনার পদক জয় করেছে। গতবার সাঁতারে দুটি সোনার পদক জেতা সাঁতারু মাহফুজা খাতুন শিলাই এবার উদ্বোধনী দিনে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন। গতকাল সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিওএ’র উপমহাসচিব এবং এসএ গেমস দলের সেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুর। তিনিও এবার বাংলাদেশ দলের দারুণ সম্ভাবনা দেখছেন। বাংলাদেশের সম্ভাবনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ, এসএ গেমসের শক্তিশালী দল ভারত এবার বেশ কটি ডিসিপ্লিনে দল পাঠাচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর