সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাশ কাটিয়ে গেলেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে

পাশ কাটিয়ে গেলেন মুমিনুল

বিজয়ী কোহলিকে মুমিনুলের অভিনন্দন

‘নন্দনকানন’ ইডেন গার্ডেনে মুমিনুলদের দুঃস্বপ্নের গল্প সোয়া দুদিনের। গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৪৬ রানে। ভারতের বিপক্ষে ১২ মুখোমুখিতে পাঁচবার ইনিংস হার। সব মিলিয়ে চলতি বছর বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে চারবার। কিন্তু চলতি বছরের সবগুলো টেস্টকে ছাইচাপা দিয়ে আলোয় উঠে আসে কলকাতা টেস্ট। টেস্ট ক্রিকেটে ১৯ পেরিয়ে ২০ বছরে পা রাখা বাংলাদেশ এই প্রথম গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলল। ঐতিহাসিক টেস্টে অনেকগুলো নতুন বিষয়ের স্বাদ, বিস্বাদ পেয়েছেন টাইগার ক্রিকেটাররা। কিন্তু সবকিছুকে পেছনে ফেলে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ‘রহস্যময়’ গোলাপি বলে দিবারাত্রির টেস্টে ‘টস’ জিতে ব্যাট নেওয়ার সিদ্ধান্তটি। কার সঙ্গে আলোচনা করে, কার পরামর্শে টাইগার অধিনায়ক মুমিনুল টস জিতে ব্যাটিং নিয়েছেন, এর কোনো সঠিক উত্তর জানা যায়নি। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করেই জানিয়েছেন, মুমিনুলের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে তিনি বিরক্ত হয়েছেন। প্রথম দিন ব্যাটিং ব্যর্থতার পর আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে উইকেটকে ব্যাটিং সহায়ক বলেছিলেন কোচ রাসেল ডোমিঙ্গো। গতকাল ইনিংস ও ৪৬ রানে হারের পর মিডিয়ার মুখোমুখিতে টস জিতে অগে ব্যাটিং নেওয়ার বিষয়ে বিসিবি সভাপতির সমালোচনার কোনো জবাব দেননি মুমিনুল। টাইগারদের সব বিষয়ে নাক গলান বিসিবি সভাপতি- এমন অভিযোগ সবার। যদিও কেউ কখনো বিসিবি সভাপতির সিদ্ধান্তের প্রতিবাদ করেননি। ঐতিহাসিক কলকাতা টেস্টে অপরিচিত গোলাপি বলে টস জিতে ব্যাটিং নেওয়ায় বিস্মিত বিসিবি সভাপতি বলেন, ‘আমি অধিনায়ক ও কোচের সঙ্গে আলাপ করে বলেছিলাম, টস জিতে যেন ফিল্ডিং নেয়। কিন্তু কেন ব্যাটিং নিয়েছেন, সেটা আমি জানিনা। আমি বুঝতেও পারছি না।’ গতকাল ম্যাচ শেষে যখন মুমিনুলকে টসের বিষয়ে বিসিবি সভাপতির বিরক্তির কথা জানান হয়, তখন টাইগার অধিনায়ক বলেন, ‘দেখেন, বিসিবি সভাপতি যখন বলেছেন, তখনতো আমি সামনে ছিলাম না। আপনাদের (সাংবাদিক) যেহেতু বলেছেন, সে হিসেবে আমার মন্তব্য করা ঠিক না। আমার মনে হয় না, এ বিষয়ে কথা বলার জন্য আমি সঠিক ব্যক্তি। আমার মনে হয় না, আমি এ ব্যাপারে মন্তব্য করতে পারব।’

সর্বশেষ খবর