সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের ইনিংস পরাজয়

বাংলাদেশের ইনিংস পরাজয়

টেস্ট ক্রিকেটে ২০০০ সালের নভেম্বরে অভিষিক্ত হওয়ার পর থেকে ৪২টি ম্যাচে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। প্রথমবার জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৩২ রানে পরাজিত হয়েছিল টাইগাররা। ২০০৪ ও ২০০৫ সালে টানা ৯টি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। অবশ্য ২০০৮ সালের পর থেকেই ইনিংস ব্যবধানে পরাজয়ের পরিমাণ অনেকটা কমে যায়। গত ১১ বছরে মাত্র ৯টি টেস্টে ইনিংস ব্যবধানে

পরাজিত হয়েছে তারা। এর মধ্যে চলতি বছরেই ৪টা! দুটি নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ভারতের বিপক্ষে। বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় ছিল ইনিংস ও ৩১০ রানে। ২০০২ সালে ঢাকার মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর