সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘ফিটনেসের জন্য সাঁতার ভালো ব্যায়াম’

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) বলেছেন, পুলিশ সদস্যদের ফিটনেসের জন্য সাঁতার অত্যন্ত ভালো ব্যায়াম। সাঁতার এমন একটি ব্যায়াম যা শরীরের সব অংশ সচল করে। সাঁতার মন এবং শরীর দুটোই চাঙ্গা রাখে।

আইজিপি গতকাল বিকালে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্সে নবনির্মিত বাংলাদেশ পুলিশ সুইমিং কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এপিবিএনের অতিরিক্ত আইজিপি মো. মোশারফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ পুলিশের

অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের একটি সুইমিং পুলের অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। আধুনিক এ সুইমিং কমপ্লেক্স নির্মাণের মধ্যদিয়ে আজ সে অভাব পূরণ হলো। পুলিশ এবং

তাদের পরিবারের সদস্যদের সাঁতার শেখার জন্য নবনির্মিত সুইমিং কমপ্লেক্সটি অনন্য সুযোগ সৃষ্টি করবে বলে আইজিপি আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর