সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইংলিশ জায়ান্ট ম্যানইউ আসতে পারে ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে প্রীতিম্যাচ খেলতে ঢাকায় আসতে পারে ইংলিশ জায়ান্ট ম্যানচেষ্টার ইউনাইটেড। আগামী ১৭ মার্চ থেকে পরের বছরের ১৭ মার্চ ক্রীড়াঙ্গনে নানা কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হবে মুজিববর্ষ। তারই অংশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ম্যানইউকে। তারা সম্মতি দিলে তারপর প্রতিপক্ষ ঠিক করা হবে। এমনকি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে খেলা হতে পারে। এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ম্যানইউর চার সদস্যের একটি পর্যবেক্ষক দল আগামীকাল ঢাকায় আসবে। তারা ভেন্যু, হোটেল, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা খতিয়ে দেখবে। তাদের সবুজ সংকেত পেলেই চলে আসবে ম্যানচেষ্টার ইউনাইটেড। শুধু তাই নয়, জুভেন্টাস ও পিএসজির মতো দলের সঙ্গে এজেন্টের মাধ্যমে বাফুফে যোগাযোগ করছে। উল্লেখ্য, আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার এ মাসেই ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ছিল। কিন্তু কী কারণে তা বাতিল হয়েছে, তা বাফুফে জানাতে পারেনি। ২০১১ সালে মেসির আর্জেন্টিনা ও নাইজেরিয়া ঢাকায় প্রীতি ম্যাচ খেলে যায়। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিশ্বের পরিচিত দলকে ঢাকায় আনতে চাচ্ছেন।

সর্বশেষ খবর