শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শ্রীলঙ্কার সেরা দলই যাচ্ছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

এক দশক আগে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পরই ক্রিকেট বিশ্ব থেকে নির্বাসিত ছিল পাকিস্তান। সেই পাকিস্তানে এবার পূর্ণ শক্তির দল নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। গতকাল তাদের দল ঘোষণা করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল শ্রীলঙ্কা দল। তখন ব্যক্তিগত কারণ দেখিয়ে অধিকাংশ শীর্ষ ক্রিকেটার সফর থেকে নাম কাটিয়ে নিয়েছিলেন। সেই সফরে ওয়ানডেতে সুবিধা করতে না পারলেও টি-২০তে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। তবে এবার টেস্ট সিরিজে সেরা দলই যাচ্ছে পাকিস্তানে। করুণারতেœর নেতৃত্বে অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্ডিমালও রয়েছেন। ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে। ৮ ডিসেম্বর পাকিস্তান যাবে ১৬ সদস্যের দল।

শ্রীলঙ্কা টেস্ট দল

দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলডেনিয়া, কাসুন কুমার রাজিথা, লক্ষণ সান্দাকান।

সর্বশেষ খবর