মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আরচারিতে দশে দশ

আরচারিতে দশে দশ

রোমান সানা তীর-ধনুক হাতে লক্ষ্য স্থির করছেন। চারপাশে পিনপতন নীরবতা। তীর প্রবলবেগে ছুটে গিয়ে বুলস আইয়ে খচ করে বিঁধতেই উল্লাসে ফেটে পড়েন ইতি, সুমা আর সোহেল রানারা। এরা সবাই বাংলাদেশের সোনার সন্তান। আগেরদিন এসএ গেমসে আরচারির দলগত ইভেন্টে সফল বাংলাদেশ দল গতকাল ব্যক্তিগত ইভেন্টেও শতভাগ সফলতা অর্জন করে। ছেলেদের রিকার্ভ এককে রোমান সানা,  মেয়েদের রিকার্ভ এককে ইতি, ছেলেদের কম্পাউন্ড এককে সোহেল রানা এবং মেয়েদের কম্পাউন্ড এককে সুমা বিশ্বাস সোনার পদক জয় করেন। এরফলে আরচারির দশ ইভেন্টের দশটিতেই সোনা জিতল বাংলাদেশ।

সুমা বিশ্বাস কোনোভাবেই কান্না সামলাতে পারছিলেন না। সোনার পদক জিতে আবেগের কান্নায় ভেসে যান তিনি। দুচোখ বেয়ে অবিরাম গড়িয়ে পড়া পানি দেখে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। কিন্তু একজন সোনার পদক বিজয়ীর পক্ষে হয়ত আনন্দের সর্বোচ্চ প্রকাশ হয়ত অবিরল এ অশ্রু ধারাই!

আরচারি গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বিজয় পতাকা উড়িয়ে চলেছে। চলমান এসএ গেমসে নিজেদের সেরা সাফল্য উপহার দিয়ে অমিত সম্ভাবনাময় ভবিষ্যতের ইঙ্গিত দিলেন রোমান সানারা। বাংলাদেশের মানুষের সামনে এক নতুন দিগন্ত উন্মোচনকারী রোমান সানা আরও বড় স্বপ্নের কথা বললেন। বিশ্ব আরচারিতে ব্রোঞ্জ পদক জয়ের পর এশিয়ান আরচারিতে সোনার পদকজেতা এ আরচার বলেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। আমরা সবকটি ইভেন্টেই সোনা জিতেছি। তবে এটাই শেষ নয়, এবার আমাদের লক্ষ্য অলিম্পিকেও দেশের পতাকা উড়ানো।’ রোমান সানার এ লক্ষ্য অনেক বড়। কিন্তু এখন আর কেউ এ লক্ষ্যকে অবাস্তব বলবে না। গতকাল রোমান সানার কাছে রিকার্ভ এককের ফাইনালে একরকম উড়েই গেছেন ভুটানের প্রতিপক্ষ। পোখারায় পুরুষ রিকার্ভ এককের ফাইনালে ভুটানের কিনলে তিসেরাংকে ৭-১ সেট পয়েন্টে রোমান সানা উড়িয়ে দেন। গতকাল সকালে  সোনালি হাসির শুরু কম্পাউন্ড এককের ফাইনাল  থেকে। শ্রীলঙ্কার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে বাংলাদেশকে দিনের প্রথম সোনার পদক এনে  দেন সুমা বিশ্বাস। এরপর পুরুষ এককের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৩৭-১৩৬ স্কোরে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে দেন সোহেল রানা। কম্পাউন্ডের সাফল্য রিকার্ভ এককেও ধরে রাখে বাংলাদেশ। মেয়েদের রিকার্ভ এককে ভুটানের প্রতিযোগী দেমা সোনমের বিপক্ষে ৭-৩ সেট পয়েন্টে ইতি জিতলে দিনের তৃতীয় সোনার পদক পায় বাংলাদেশ। শেষটা রাঙান রোমান সানা। রবিবার দলগত ৬টি ইভেন্টে সোনা জিতেছিল বাংলাদেশ। গতকাল চারটি জিতে বৃত্ত পূরণ করলেন রোমান সানা, ইতি, সোহেল আর সুমারা।

আরচারির নাম কয়েক বছর আগেও কজনই বা জানতো! তীর-ধনুকের সঙ্গে পরিচয় থাকলেও আরচারি শব্দটা বেশ অপরিচিত ছিল। সেই খেলাটাই এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত হয়ে গেছে। এখন হাজারও তরুণের চোখে রোমান সানা হওয়ার স্বপ্ন। হাজারও তরুণী ইতি আর সুমার মতোই সোনা জিতে আবেগের কান্নায় ভাসার স্বপ্ন  দেখে। সেদিন হয়ত খুব দূরে নয়, এ আরচারিই বাংলাদেশকে অলিম্পিকেও পদক উপহার দিবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর