বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্র্যাক ছেড়ে ঘাসের মাঠে অ্যাথলেটিকস

ক্রীড়া প্রতিবেদক

২০০৬ সালের পর এস এ গেমসে অ্যাথলেটিক্সে সোনা জিততে পারছে না বাংলাদেশ। এবার নেপালে এক রৌপ্য ও ১ তামা নিয়েই সন্তুষ্ট থেকেছেন অ্যাথলেটরা। অথচ এক সময় অ্যাথলেটিক্স ঘিরে উন্মাদনার কমতি ছিল না। ফেডারেশন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মণ্টু এস এ গেমসে পারফরম্যান্সে নিজেই হতাশ। বলেছেন, উপযুক্ত সুযোগ সুবিধা না থাকায় আমরা এগুতে পারছি না। তাছাড়া জেলা পর্যায়ে কারও সহযোগিতা সেভাবে পাচ্ছি না। নির্বাচন এলেই তারা কাউন্সিলরশিপ পাওয়ার জন্য লবিং করেন। অথচ নিজ জেলায় অ্যাথলেটিক্সে মনোযোগী হন না। সুযোগ-সুবিধার কথা বললেও সামনে জাতীয় অ্যাথলেটিক্স ট্র্যাকের বদলে ঘাসের মাঠে হবে। যা এখন এ খেলার জন্য বড্ড বেমানান। জানুয়ারির মাঝামাঝি সময়ে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ৪৩তম জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এ তথ্য দিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। তার কথা এ খেলা শুধু ঢাকাতে সীমাবদ্ধ রাখতে চাই না। অন্য জেলায়ও ছড়িয়ে দিতে চাই। প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক গেমসে অ্যাথলেটরা যখন বার বার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, সেখানে ঘাসের মাঠে দৌড়ালে এর উপকার না অপকার হবে তা কি ফেডারেশন বুঝে।

সর্বশেষ খবর