সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
নারী ফুটবলেও বসুন্ধরার বর্ণাঢ্য দলবদল

সাবিনাদের স্বপ্নের দিন

জাঁকজমকপূর্ণভাবে নারী ফুটবলার, ক্লাব কর্মকর্তা এবং সমর্থকদের নিয়ে দলবদল সম্পন্ন করল বসুন্ধরা কিংস। প্রথমবারের মতো এমন মহাআড়ম্বরে দলবদল করে এক ইতিহাসই গড়ল তারা

রাশেদুর রহমান

সাবিনাদের স্বপ্নের দিন

ছবি : রোহেত রাজীব

ঢাক-ঢোল বাজছে। ঘোড়ার গাড়ি ছুটছে। রাস্তার দুধারে হাজারও মানুষ উৎসুক চোখে তাকিয়ে আছে। গাড়ির ভিতরে সাবিনা, কৃষ্ণা, মারিয়া মান্ডা আর তহুরাদের দেখে অনেকেই অবাক। কোথায় চলেছেন বাংলাদেশ ফুটবলের সাহসী কন্যারা! ৩১ জানুয়ারি শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। এর আগেই জনমনে দারুণ এক উন্মাদনা তৈরি করে দিল বসুন্ধরা কিংস। ছেলেদের লিগে চ্যাম্পিয়ন দলটা দীর্ঘদিন পর শুরু হতে যাওয়া মেয়েদের লিগেও চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছে। গতকাল জাঁকজমকপূর্ণভাবে নারী ফুটবলার, ক্লাব কর্মকর্তা এবং সমর্থকদের নিয়ে দলবদল সম্পন্ন করল বসুন্ধরা কিংস। প্রথমবারের মতো এমন মহাআড়ম্বরে দলবদল করে এক ইতিহাসই গড়ল তারা। এ যেন সাবিনা, মারিয়াদের স্বপ্নের দিন। নারী ফুটবলে এমন জাঁকজমক দলবদল হবে তা তারা কখনো ভাবেননি।

কেমন দল হলো কিংসের? ক্লাবের সভাপতি ইমরুল হাসান বললেন, ‘আমরা শক্তিশালী দল গঠন করার চেষ্টা করেছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই লিগে খেলতে চাই। তবে অন্যরাও ভালো দল গঠন করেছে।’ প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে কেবল বসুন্ধরা কিংসই নারী লিগে অংশ নিচ্ছে। দীর্ঘ প্রায় ছয় বছর পর অনুষ্ঠেয় এ নারী লিগ নিয়ে দারুণ আশাবাদী কিংস সভাপতি। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগের অন্যান্য ক্লাব অংশ নিলে আরও সুন্দর হতো। আশা করি ভবিষ্যতে বাফুফে তাদেরকে এই লিগে নিয়ে আসবে।’ বাফুফেকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এখন থেকে নারী ফুটবল লিগ নিয়মিত আয়োজন করা হবে। ইমরুল হাসান আরও বলেন, ‘গত কয়েক বছরে ফুটবলে মেয়েরাই ভালো ফলাফল উপহার দিয়েছে। নিয়মিত লিগ অনুষ্ঠিত হলে তারা আরও ভালো করতে পারবে।’ তিনি আশা প্রকাশ করেন, এএফসি টুর্নামেন্টে কোনো স্লট থাকলে সেখানে বসুন্ধরা কিংসই খেলবে। বসুন্ধরা কিংসের মেয়েরা ২ লাখ থেকে ৫ লাখ টাকা পাচ্ছেন। দলের মধ্যে সর্বোচ্চ অর্থ পাচ্ছেন সাবিনা। দলটার অধিনায়কও তিনি।

বসুন্ধরা কিংসের দলবদল অনুষ্ঠানে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে বার বার অনুরোধ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ কারণেই অন্যদের নিয়ে লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের লিগে মোট আটটি ক্লাব অংশ নিবে। ফিফার নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘এএফসি ও ফিফা বরাবরই আমাদেরকে নারী ফুটবল লিগ আয়োজনের জন্য উৎসাহ দিয়েছে। এবার আমরা শুরু করছি। আশা করি, বাংলাদেশের মেয়েদের ফুটবল উন্নয়নে এই লিগ বড় ভূমিকা রাখবে।’

বসুন্ধরা কিংস নারী দলের কোচ মাহমুদা শরিফা বললেন, ‘আমরা শক্তিশালী দল গঠন করেছি। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’ বসুন্ধরার পক্ষ থেকে সব ধরনের সুবিধাই দেওয়া হচ্ছে মেয়েদের। কোচিং স্টাফসহ আরও যত সুবিধা আছে। তবে প্রিমিয়ার লিগের অন্যান্য ক্লাবগুলো লিগে না আসায় হতাশ মারিয়া মান্ডা। তিনি বলেন, ‘এখনো আমাদের ৩০/৩৫ জন ফুটবলার দল পায়নি। প্রিমিয়ার লিগের দলগুলো আসলে এই অবস্থা হতো না।’ অধিনায়ক সাবিনা বললেন, ‘বসুন্ধরা কিংসকে ধন্যবাদ দারুণ একটা দল গঠন করার জন্য। আশা করি, এই দল নিয়ে আমরা ক্লাবকে লিগ শিরোপা উপহার দিতে পারব।’

এদিকে গতকাল দলবদল করেছে সুনামগঞ্জের ক্লাব স্বপ্নচূড়া। তাদের দলে জাতীয় দলের তিনজন ফুটবলার আছে। এছাড়াও নারী ফুটবল লিগে অংশ নিবে বেগম আনোয়ারা এসসি, এফসি উত্তরবঙ্গ, কাচারিপাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড, নাসরিন এসসি এবং স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর