শিরোনাম
শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাফুফে নির্বাচন ২০ এপ্রিল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে এবার। দীর্ঘদিন ধরে সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিনের সমালোচনায় মুখর ছিল সাবেক ফুটবলারসহ অনেক ক্রীড়া সংগঠক। তরফদার মোহাম্মদ রুহুল আমিন দীর্ঘদিন ধরে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সময় ঘনিয়ে আসতেই পিঠটান দিয়েছেন তিনি। তবে সময় কারও জন্য থেমে থাকছে না। বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ এপ্রিল। গতকাল বাফুফের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইদিনে সাধারণ সভার পাশাপাশি কাউন্সিলররা আগামী চার বছরের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করবেন। এখন পর্যন্ত বাফুফে নির্বাচনে সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি বাদল রায়। দীর্ঘদিন ধরে সভাপতি পদে নির্বাচনের প্রচারণা চালালের শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়া তরফদার মোহাম্মদ রুহুল আমিন অন্য কোনো পদে নির্বাচন করতে পারেন।

সর্বশেষ খবর