রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
ক্রিকেট

‘কভিড-১৯ ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দিতে পারে না!’

এএফপি

‘কভিড-১৯ ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দিতে পারে না!’

জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ড

ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন মনে করেন, করোনাভাইরাসের কারণে ক্রিকেট ক্যারিয়ার শেষ হতে পারে না। ৩৭ বছর বয়সী এই ইংলিশ বোলার সতীর্থদের সঙ্গে ‘ভার্চুয়াল’ ট্রেনিং সেশন শেয়ার করেছেন। টেস্টে অ্যান্ডারসন ৫৮৪টি উইকেট নিয়েছেন। যা টেস্ট ইতিহাসে একজন পেসারের সর্বোচ্চ উইকেট। এখনই নিজের ক্যারিয়ারের শেষ দেখছেন না ল্যাঙ্কাশায়ারের এই তারকা। যদিও করোনাভাইরাসের কারণে পরিস্থিতি তৈরি হয়েছে আপাতত মাঠে ফেরার কোনো লক্ষণ নেই। তবে আশাবাদী অ্যান্ডারসন, ‘আমি মনে করি না যে আর কখনই মাঠে ফিরতে পারব না।’ গত বৃহস্পতিবার এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে, আমরা আবার ক্রিকেট খেলব এবং ভালো পর্যায়েই খেলব আমি।’ অ্যান্ডারসন বলেন, ‘আমি এখনো খেলার জন্য মুখিয়ে আছি। এখনো ইংল্যান্ডের হয়ে অনেক ভালো কিছু করার স্বপ্ন দেখি।’ তিনি বলেন, ‘যদি আমি খেলতে চাই, আমাকে এই দীর্ঘ সময়ে ফিটনেস ধরে রাখার জন্য কিছু না কিছু করতে হবে। সময়টা আমি বেশ উপভোগ করছি।’ পুরো ইংল্যান্ড এখন লকডাউন। এর মধ্যেই অ্যান্ডারসন অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং সতীর্থদের সঙ্গে তা শেয়ারও করছেন।

 

সর্বশেষ খবর