বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা-যুদ্ধে যুক্ত এবার লর্ডস

ক্রীড়া প্রতিবেদক

করোনা-যুদ্ধে যুক্ত এবার লর্ডস

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে এবার যুক্ত হলো ‘হোম অব ক্রিকেট’ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের নামও। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) সিদ্ধান্ত নিয়েছে মেডিকেলসামগ্রী রাখার জন্য লর্ডসকে ব্যবহার করতে দেওয়া হবে। তাছাড়া মেডিকেল স্টাফদের গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যাবে এই স্টেডিয়াম।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ঠিক পাশেই ওয়েলিংটন হাসপাতাল। মূলত এই হাতপাতালের মেডিকেলসামগ্রী রাখা হবে লর্ডসে। এছাড়া ইউনিভার্সিটি কলেজ হাসপাতাল, সেন্ট জোন্স হাসপাতাল এবং সেন্ট এলিজাবেথের চিকিৎসাকর্মীরা পার্কিং হিসেবে লর্ডস ব্যবহার করতে পারবেন। দিন দিন যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। গতকাল পর্যন্ত এই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ১৪১ জন। মারা গেছে ১ হাজার ৪০৮ জন।

সর্বশেষ খবর