মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান : বিপ্লব

ক্রীড়া প্রতিবেদক

নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান : বিপ্লব

ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। দুই যুগের ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবে দক্ষতার সঙ্গে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন বিপ্লব ভট্টচার্য। তার নেতৃত্বে ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র পেশাদার লিগে চ্যাম্পিয়ন হয়েছে। এক যুগের বেশি সময় ধরে জাতীয় দলে খেলেছেন তিনি। সাফ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড বিপ্লবেরই। খেলোয়াড়ি ক্যারিয়ারে ইতি টেনে বিপ্লব এবার দেশের আলোচিত ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলরক্ষকের প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। লিগ স্থগিত হওয়ার আগে তার দল শক্ত অবস্থানে ছিল। হয়তো প্রথম পর্বে শীর্ষেও থাকত। যাক এ নিয়ে আফসোস নেই তার।

যত আতঙ্ক এখন করোনাভাইরাস নিয়েই। বিপ্লব বলেন, লিগ বন্ধে খেলোয়াড়রা ছুটি কাটাচ্ছেন। তাদের কাছে বিপ্লবের অনুরোধ বিশেষ প্রয়োজন ছাড়া কোনো মতেই যেন বাসা থেকে বের না হই। যতটুকু পারা যায় ঘরে বসে ফিটনেসের কাজটি সেরে ফেলা। করোনা বড্ড ছোঁয়াছে রোগ। চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। মনে রাখতে হবে এই ভাইরাস ভেসে বেড়াচ্ছে। কে যে কখন আক্রান্ত হয় বলা মুশকিল। জীবন বাঁচাতে নিজে সাবধান থাকুন অন্যদেরও বাঁচতে দিন।

সর্বশেষ খবর