শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ক্লার্ককে কড়া জবাব পেইনের

ক্রীড়া ডেস্ক

প্যাট কামিন্স চাইছেন দর্শকশূন্য মাঠে আইপিএলের খেলা। তবে আইপিএল কবে মাঠে গড়াবে, নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। শুধু কামিন্সই নন, অস্ট্রেলিয়ার আরও কয়েকজন এবং অন্যান্য দেশের ক্রিকেটাররাও চাইছেন আইপিএল শুরু হোক। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক মাইকেল সমালোচনা করেছেন স্বদেশি ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেছেন, আইপিএলের রমরমা চুক্তির জন্য ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং করতে ভয় পান অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সাবেক অধিনায়কের এমন কটূক্তির কড়া জবাব দেন বর্তমান অধিনায়ক টিম পেইন। সতীর্থদের পক্ষ নিয়ে বর্তমান অধিনায়ক বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যে কোনো মূল্যে জিততেই মাঠে নামে।’ ক্লার্কের কটূক্তির কারণও রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতে ২০১৮-১৯ মৌসুমে। ওই সিরিজে পেইনের দল বিন্দুমাত্র স্লেজিং করেনি ভারতীয় ক্রিকেটারদের বিপক্ষে। সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল সিরিজ। ভারতীয়দের স্লেজিং না করার ব্যাখ্যায় পেইন বলেন, ‘ভারতীয় অধিনায়ককে উসকে না দেওয়াই ছিল তাদের কৌশল। নীরবেই কাজ আদায় করে নিতে চেয়েছিল অস্ট্রেলিয়া। তাই বলে আইপিএলের লোভে স্লেজিং করিনি এমন নয়।’

সর্বশেষ খবর