শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
টুকিটাকি

ছয় বার্সা কর্তার পদত্যাগ

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ছয় ক্লাব কর্তা একসঙ্গে পদত্যাগ করলেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ। পদত্যাগকারীদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট এমিলি রউস্যান্ড এবং এনরিকে টমব্যাস ছাড়াও আছেন সিলিভিও ইলিয়াস, মারিয়া টেক্সিডর, জোসেপ পন্ট এবং জর্দি ক্ল্যাসামিগলিয়া। পদত্যাগকারী এ দলটি জোরালো দাবি জানিয়েছে, অতি দ্রুত বার্সেলোনার নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। না হলে করোনাভাইরাস পরবর্তী সময়ের চ্যালেঞ্জ সামাল দেওয়া কঠিন হবে বলে মনে করছে পদত্যাগকারীররা। দলটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ক্লাবের নির্বাচনও দাবি করেছে। ছয় কর্মকর্তার পদত্যাগে বেশ বিপদেই পড়লেন বার্তোমিউ। করোনাভাইরাসের চ্যালেঞ্জের সঙ্গে আরও একটা বড় ঝামেলা যুক্ত হলো বার্সা প্রেসিডেন্টের তালিকায়।

সর্বশেষ খবর