সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা আক্রান্ত এবার রজার্স কাপ!

ক্রীড়া ডেস্ক

করোনা আক্রান্ত এবার রজার্স কাপ!

বর্তমান চ্যাম্পিয়ন কানাডার বিয়ানকা আন্দ্রেসকু

টেনিসের ইতিহাসে সবচেয়ে পুরনো টুর্নামেন্টগুলোর একটি রজার্স কাপ। কানাডিয়ান ওপেন হিসেবেও পরিচিত এ টুর্নামেন্ট। মূলত বছরের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের দিন কয়েক আগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফেবারিটরা এই টুর্নামেন্টে অংশ নিয়ে ইউএস ওপেনের জন্য নিজেদের প্রস্তুত করে নেন। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার আর রজার্স কাপ হচ্ছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্ট বাতিল হচ্ছে। মনট্রিল ডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২১ সাল পর্যন্ত রজার্স কাপ বাতিল করা হলো। টুর্নামেন্টটি ৭-১৬ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কুইবেকের স্থানীয় সরকার ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের ইভেন্ট নিষিদ্ধ করায় বাতিল হয়ে গেল রজার্স কাপ। গত বছর রজার্স কাপে মেয়েদের এককে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন কানাডার বিয়ানকা আন্দ্রেসকু।

সর্বশেষ খবর