সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চলে গেলেন রেসিংয়ের কিংবদন্তি স্টারলিং

ক্রীড়া ডেস্ক

চলে গেলেন রেসিংয়ের কিংবদন্তি স্টারলিং

স্যার স্টারলিং মস। রেসিংয়ের ইতিহাসে এক কিংবদন্তির নাম। গ্রেটেস্ট ড্রাইভার হিসেবে পরিচিত হলেও স্টারলিং মস কখনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি। তবে ১৯৫৫ থেকে ১৯৬১ সালের মধ্যে চারবার রানার্সআপ হয়েছিলেন তিনি। তিনবার তৃতীয় স্থানে থেকে রেসিং শেষ করেছেন। ক্যারিয়ারে ৫২৯টি রেসিংয়ের মধ্যে ২১২টিতেই জয় পেয়েছেন তিনি। এর মধ্যে ফর্মূলা ওয়ানেরই ১৬টি লড়াই জয় করেছেন। পঞ্চাশের দশকের অন্যতম জনপ্রিয় এই রেসিং তারকা স্টারলিং মস ৯০ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। ২০১৮ সালের জানুয়ারিতে অসুস্থ অবস্থায় নিজেকে আড়াল করে নেন স্টারলিং মস। দীর্ঘদিন রোগে ভোগে মৃত্যুবরণ করলেন তিনি। ১৯৫৫ সালে প্রথম ব্রিটিশ হিসেবে গ্র্যান্ড প্রিক্স জয় করেন স্টারলিং মস। ১৯৬১ সালে বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়াও ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জয় করেছেন। ৮১ বছর বয়সে রেসিংয়ে নেমে এক বিরল দৃষ্টান্তই স্থাপন করেছিলেন মস। তার মৃত্যুতে ফর্মূলা ওয়ানের বিখ্যাত তারকারা গভীর শোক প্রকাশ করেছেন। মার্সিডিজ এফ১ এর পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, ‘আজ (রবিবার) ক্রীড়া বিশ্ব কেবল একজন কিংবদন্তিকেই হারায়নি পাশাপাশি একজন সত্যিকারের মানুষকেও হারিয়েছে।

আমাদের টিম এবং মার্সিডিজ পরিবার একজন পরম বন্ধুকে হারিয়েছে। স্যার স্টারলিং, আমরা আপনাকে মিস করব।’

সর্বশেষ খবর