সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অসন্তুষ্ট স্পন্সররা!

ক্রীড়া ডেস্ক

ফুটবলে স্পন্সরদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডিডাস, নাইকিসহ অসংখ্য ব্র্যান্ড ফুটবলের সঙ্গে যুক্ত হতে মুখিয়ে থাকে। এই তালিকায় বিখ্যাত এয়ারলাইন আর হোটেলের নামও আছে। কিন্তু করোনাভাইরাসের কারণে চলমান কঠিন পরিস্থিতিতে স্পন্সররা বেশ অসন্তুষ্ট। কোথাও তাদের কোনো প্রচারণা নেই। জার্সিতে ব্র্যান্ডের নাম লেখা আছে। কিন্তু সেই জার্সি এখন বাক্সবন্দী। এ অবস্থায় স্পন্সরদের কথা চিন্তা করে একটি ক্লাবের মার্কেটিং ম্যানেজার এএফপিকে বলেছেন, ‘আমরা ফুটবলারদের নিয়ে স্পন্সরদের জন্য কিছু কাজ করার পদক্ষেপ নিয়েছি।’ লকডাউনের পর নাকি স্পন্সররা অস্থির হয়ে উঠেছে। এর মধ্যেই তারা তাদের পণ্যের প্রচারণা চায়। এমনকি কিছু কিছু স্পন্সর তো প্রচারণা না থাকায় স্পন্সরের অর্থ দিতেও অস্বীকৃতি জানাচ্ছে। এ অবস্থায় ক্লাবগুলোর জন্য সমস্যা কেবল বাড়বেই!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর