বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

২০০ পিপিই দিলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

২০০ পিপিই দিলেন মুশফিক

করোনাভাইরাস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সারা বিশ্বে বন্ধ খেলাধুলা। মাঠে ক্রিকেট নেই। অফুরন্ত সময় ক্রিকেটারদের। তবে বসে নেই ক্রিকেটাররা। ফিটনেস ঠিক রাখতে পরিবারকে সময় দেওয়ার ফাঁকে শিডিউল মেনে অনুশীলন করছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম পরিবারকে সময় দেওয়ার ফাঁকে ফাঁকে নিজের ফিটনেসটা ঠিক রাখছেন। আবার একই সঙ্গে দেশবাসীকে করোনাভাইরাস নিয়ে সতর্ক করছেন। সচেতনামূলক মেসেজও দিচ্ছেন। এবার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা ভেবে সুরক্ষাসামগ্রী পাঠিয়েছেন। দেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিক বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগতভাবে ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্ক দিয়েছেন। এর আগে অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে মিলে একমাসের বেতনের ৫০ শতাংশ অনুদান দিয়েছেন। টেস্ট ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়ার বিষয়টি তার পরিবার জানিয়েছে। এসব সামগ্রী হস্তান্তর করা হয় বগুড়ার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেনের কাছে। এ বিষয়ে ডাক্তার সামির জানিয়েছেন,  যেসব স্বাস্থ্যকর্মী তৃণমূল পর্যায়ে কাজ করছেন, তাদের দেওয়া হবে এসব সামগ্রী। অবশ্য মুশফিক এবারই প্রথম নয়, নিজ এলাকার কাউন্সিলরদের মাধ্যমে আর্থিক সহযোগিতাও করেছেন। পহেলা বৈশাখে ঘরে পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় ভিডিও কলে ডাক্তার, সেনাবাহিনী, পুলিশসহ করোনাভাইরাসে কাজ করছেন এমন সবাইকে ধন্যবাদ ও স্যালুট জানিয়ে বলেছেন, ‘করোনাভাইরাসে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ আজ বিপর্যপ্ত। এই কঠিন পরিস্থিতি থেকে বেঁচে থাকতে সবাইকে নিরাপদে থাকতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে।  বিনা প্রয়োজনে কেউ বাসার বাইরে বের হবেন না। করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডাক্তার যে নিরলস পরিশ্রম করছেন, তাদের ধন্যবাদ জানাই। সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য সবাইকে আমার স্যালুট।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর