বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নিউইয়র্কে করোনায় আক্রান্ত বাংলাদেশি ফুটবলার ফজলু

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২৬ হাজারেরও বেশি মানুষ। যার মধ্যে ১২৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও অনেক প্রবাসী। এদের একজন এক সময়ে ফরাশগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা আবাহনীতে খেলা ফজলুল হক ফজলু। করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।  যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক ফুটবলার আবদুল গাফফার বিষয়টি নিশ্চিত করেছেন। ফজলুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। ১৯৭৭ সালে ফরাশগঞ্জ থেকে ব্রাদার্সে যোগ দেন ফজলু। সেই মৌসুমে লিগে হ্যাটট্রিক করে। তিনি এক মৌসুম আবাহনীতে খেলে পুনরায় ব্রাদার্সে ফিরে আসেন। ১৯৮২ সালে আগাখান গোল্ডকাপে যুগ্ম চ্যাম্পিয়ন ব্রাদার্সের নিয়মিত একাদশে ফজলু খেলেছেন।

সর্বশেষ খবর