বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অনির্দিষ্টকাল স্থগিত প্রিমিয়ার ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

মহামারী করোনাভাইরাসের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। বাড়ছে করোনাভাইরাস রোগীর সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যা। এমন পরিস্থিতি সামাল দিতে সতর্কতামূলকভাবে সারা দেশে লকডাউনের সময় বাড়ানো হয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত। আগে যেটা ছিল ১৫ এপ্রিল। সময়সীমা বাড়ানো হয়েছে বলে মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের। প্রথমে প্রিমিয়ার ক্রিকেট বন্ধ করা হয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। এবার সেটা বন্ধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আদৌ চলতি মৌসুমে লিগ মাঠে গড়াবে কি না নিশ্চিত নন কেউ। লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার বিষয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম বলেন, ‘২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউন সারা দেশ। এজন্য কোনোভাবেই আগের ঘোষিত তারিখে লিগ শুরু করা সম্ভব নয়। সবচেয়ে বড় বিষয় ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবারই শারীরিক বিষয় নিশ্চিত করতে হবে সবার আগে।’ করোনাভাইরাসের জন্য শুধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ স্থগিত হয়নি, স্থগিত হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই টেস্ট সিরিজ। যা জুনে শুরু হওয়ার কথা ছিল। স্থগিত হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে ও টি-২০ সিরিজ।

সর্বশেষ খবর