রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দুস্থদের পাশে বসুন্ধরার অধিনায়ক সাবিনা

ক্রীড়া প্রতিবেদক

দুস্থদের পাশে বসুন্ধরার অধিনায়ক সাবিনা

জানি ঘরে থাকাটা এ সময়ে সবচেয়ে  বেশি নিরাপদ। কিন্তু যখন টিভি বা পত্রিকায় দেখি করোনাভাইরাসে অসহায় মানুষ না খেয়ে কাঁদছে তখন আর নিজেকে ঠিক রাখতে পারি না। কথাগুলো বলছিলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি আবার নারী লিগে বসুন্ধরা কিংসের অধিনায়কও। তারই নেতৃত্বে অভিষেক আসরেই নিশ্চিত শিরোপার পথে এগিয়ে যাচ্ছিল কিংস। করোনাভাইরাসে লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। খেলা নেই বলে ছুটিতে সাবিনা এখন সাতক্ষীরার নিজ বাসায়। গতকাল সাবিনা দিন আনে দিন খায় এমন অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ করেছেন। প্রত্যেক পরিবারকে তিনি চাল, ছোলা, মুড়ি, তৈল ও আলু বিতরণ করেন। সাবিনা মুঠোফোনে জানান, ‘কয়েক দিন ধরেই আমি দেখছিলাম আশপাশের মানুষ কষ্টে আছেন। তখন আমি নিজের থেকে তালিকা তৈরি করে তাদের সাহায্যে করি। যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে তা করেছি এবং করব। আমার বিশ্বাস এমন সংকটাপন্ন অবস্থায় সামর্থ্যবান সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

সর্বশেষ খবর