রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

হেলসের এক মেসেজে বন্ধ পিএসএল

ক্রীড়া ডেস্ক

হেলসের এক মেসেজে বন্ধ পিএসএল

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হতে তখনো বাকি মাত্র দুই দিন। টুর্নামেন্ট শেষ করার অপেক্ষায় তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অথচ তখনই ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স

হেলসের একটি মেসেজে পিএসএল বন্ধ করে দিতে বাধ্য হয় পিসিবি। এই তথ্যটি জানিয়েছেন, করাচি কিংসের মালিক সালমান ইকবাল। গোটা পৃথিবীতে যখন খেলাধুলা বন্ধ হচ্ছিল, তখনো পিএসএল চালাচ্ছিল পিসিবি। কিন্তু মধ্যরাতে হেলসের মেসেজই বন্ধ করে দেয় পিএসএল। কি লেখা ছিল সেই মেসেজে? ইংলিশ ক্রিকেটার করাচি কিংসের মালিককে মেসেজ লিখেন, ‘বস, আমার শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে। দলের সবার উচিত পরীক্ষা করা।’ এই মেসেজ পাওয়ার পর ভয় পেয়ে যান সালমান।

সঙ্গে সঙ্গে দলের কোচ ডিন জোন্সকে জানান বিষয়টি। এরপর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পিএসএল বন্ধ করে দেয়। পিএসএল চলাকালীনই পাকিস্তানে মহামারী আকার ধারণ করে করোনাভাইরাস। তারপরও কর্তৃপক্ষ দর্শকশূন্য মাঠে খেলা চালিয়ে যাচ্ছিল।

সর্বশেষ খবর