রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বছরের পর বছর কতটা মিস করেছি তাকে...

- সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক

বছরের পর বছর কতটা মিস করেছি তাকে...

‘ঘরবন্দী হলেও কন্যার সঙ্গে খেলাধুলা করেই সময় কেটে যাচ্ছে। বাইরে বেরোতে পারছি না বলে হতাশ নই। আমি সময়টা উপভোগ করছি পুরোপুরি।’

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ দিন হোটেলে সেল্ফ কোয়ারেন্টাইনে ছিলেন সাকিব আল হাসান। এখন পরিবারের সঙ্গে থাকছেন। করোনাভাইরাসে ঘরবন্দী সময়ের পুরোটাই এখন ব্যয় করছেন কন্যা ও স্ত্রীর পেছনে। দারুণ উপভোগ করছেন তাদের সঙ্গ। বিশ্বসেরা অলরাউন্ডার সব ধরনের ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরবেন ২৯ অক্টোবর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে ভক্তদের সঙ্গে সাকিব তার বর্তমান সময় এবং

ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনেক কথাই বলেছেন। বিশ্বের সবচেয়ে ব্যস্ত ক্রিকেটারদের একজন সাকিব। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও সারা বিশ্বে ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলো খেলে থাকেন। এর ফলে বছরের অধিকাংশ সময়ই পরিবারের বাইরে থাকতে হয়। এ নিয়ে আফসোসের কমতি ছিল না। এখন নিষিদ্ধ। তার উপর করোনাভাইরাসের জন্য ঘরবন্দী। তাই সময়ের পুরোটাই ব্যয় করছেন পরিবার ও সন্তানের পেছনে। ঘরবন্দী হলেও কন্যাকে সময় দিচ্ছেন বলে আনন্দিত বিশ্বসেরা অলরাউন্ডার, ‘সব সময়ই অভিযোগ করতাম পরিবারকে সময় দিতে না পারার। কিন্তু এই মুহূর্তে আমাদের অনেক সময় পরিবারকে দেওয়ার। খেলা চলাকালীন কখনোই কন্যাকে সময় দিতে পারতাম না। কিন্তু এখন আমি তাকে পুরোপুরি সময় দিচ্ছি। একই সঙ্গে অনুভব করছি বছরের পর বছর কতটা মিস করেছি তাকে। ঘরবন্দী হলেও কন্যার সঙ্গে খেলাধুলা করেই সময় কেটে যাচ্ছে। বাইরে বেরোতে পারছি না বলে হতাশ নই। আমি সময়টা উপভোগ করছি পুরোপুরি।’

ক্রিকেট ক্যারিয়ারে বহু তারকা ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করেছেন। আবার অনেক বিশ্বসেরা পেসারদের বিপক্ষেও ব্যাটিং করেছেন। ব্যাট হাতে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেছেন। সর্বশেষ বিশ্বকাপে দারুণ খেলেছেন। ২টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরিতে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করলেও ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারের বিপক্ষে অস্বস্তি বোধ করেছেন, ‘গত বিশ্বকাপে আমাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছেন ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চার।’ পুরো ক্যারিয়ারে তার খেলা সেরা পেসার দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল এবং স্পিনে মুত্তিয়া মুরলীধরন, ‘ক্যারিয়ারের মুখোমুখিতে সবচেয়ে কঠিন পেসার দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল। আমার বয়স যখন ১৯/২০, তখন দক্ষিণ আফ্রিকায় সে আমার নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছিল।’

সর্বশেষ খবর