রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ইংলিশ লিগ ৪০ দিনে!

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগ করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে, কবে শুরু হতে পারে লিগ? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই গত শুক্রবার বৈঠকে বসেছিল লিগ কর্তৃপক্ষ। লিগের ক্লাবগুলোর প্রতিনিধিরাও ছিলেন এই বৈঠকে। সেখানে লিগ শেষ করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৮০টি ম্যাচের মধ্যে ২৮৮টি খেলা হয়ে গেছে। বাকি আছে ৯২টি ম্যাচ। ২০টি দলের মধ্যে ১৬টি দলের ৯টি করে ম্যাচ বাকি। ৪টি দলের ম্যাচ বাকি ১০টি করে। এগুলো ৪০ দিনের মধ্যে দ্রুত গতিতে শেষ করার ব্যাপারে আলোচনা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩০ জুনের মধ্যে লিগ শেষ করার ব্যাপারেও আলোচনা হয়েছে। সেক্ষেত্রে অন্তত মে মাসের ২০ তারিখের মধ্যে লিগ পুনরায় শুরু করতে হবে। কিন্তু ইংল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতির কোনো উন্নতি এখনো চোখে পড়ছে না। ১২ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, এখনো বলা কঠিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর