মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চীনে লিগ শুরু জুনেই!

ক্রীড়া ডেস্ক

চীনে লিগ শুরু জুনেই!

সারা দুনিয়া স্তব্ধ হয়ে আছে। ক্ষুদে এক ভাইরাস কাঁপিয়ে দিয়েছে পুরো দুনিয়া। বন্ধ হয়ে গেছে সব কোলাহল। চীনের অবস্থাও ছিল একই। তবে করোনাভাইরাসের প্রকোপ কমতেই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে চীন। ক্রীড়াঙ্গনও নড়েচড়ে বসেছে। এরই মধ্যে ফুটবল দলগুলো অনুশীলন শুরু করেছে। চীনা সুপার লিগও শুরু হওয়ার প্রস্তুতি নিচ্ছে। জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ফুটবল মাঠে গড়াতে পারে চীনে। সরকারি মিডিয়াকে এই তথ্য নিশ্চিত করেছেন চীনা সুপার লিগের ক্লাব গুয়াংজু আর এন্ড এফের চেয়ারম্যান হুয়াঙ শেনহুয়া। তিনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা বলতে পারি, ফুটবল মৌসুম জুনের শেষদিকে অথবা জুলাইয়ের প্রথমে শুরু হবে।’ চীনা সুপার লিগ গত ২২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। ডিসেম্বরের শেষদিকে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে চীনে। সেখান থেকে ধীরে ধীরে সারা দুনিয়ায়। বর্তমানে ইউরোপ ও আমেরিকায় করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হলেও চীনের অবস্থা অনেকটাই উন্নতির দিকে। ভাইরাসের প্রকোপ কমে যাচ্ছে। এ কারণেই ফুটবল লিগ মাঠে গড়ানো নিয়ে আলোচনা হচ্ছে। করোনা অনেকটা সময় কেড়ে নিলেও চীনা সুপার লিগ কর্তৃপক্ষ মৌসুমটা সংক্ষেপে শেষ করতে রাজি নয়। ১৬ দলের এই লিগে প্রতিটা দলই ৩০টি করে ম্যাচ খেলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর