মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চীনে দুই নতুন স্টেডিয়াম

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাস পরিস্থিতিতে সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল চীনে। পরিস্থিতির উন্নতি হতেই পুনরায় শুরু হচ্ছে সবকিছু। সামনের বছর ফিফা ক্লাব বিশ্বকাপ চীনে হওয়ার কথা। এছাড়াও ২০২৩ সালে এএফসি এশিয়ান কাপেরও আয়োজক চীন। এ উপলক্ষে দুটি নতুন স্টেডিয়াম গড়ছে তারা। দুই স্টেডিয়ামেরই গ্যালারিতে বসে ৮০ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন। চীনা সুপার লিগের চ্যাম্পিয়ন গুয়াংজু এভারগ্রান্ডে দুটি স্টেডিয়ামেরই অর্থায়ন করছে। কেবল তাই নয়, চীন প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলও আয়োজন করতে চায়। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে লড়াই করতে পারে তারা। সেজন্যও নতুন নতুন স্টেডিয়াম গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে চীনা কর্তৃপক্ষ। স্টেডিয়াম নির্মাণে ১২ বিলিয়ন ইউয়ান (১.৭ বিলিয়ন মার্কিন ডলার) খরচ হবে। আকারে বার্সেলোনার স্টেডিয়াম ন্যু ক্যাম্পের চেয়েও বড় হবে চীনের নতুন স্টেডিয়াম। গুয়াংজু এভারগ্রান্ডের মালিক জু জিয়ায়িন চীনের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর