বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ইতিহাস গড়া দুই ব্যাট নিলামে

আসিফ ইকবাল

ইতিহাস গড়া দুই ব্যাট নিলামে

কার্ডিফে সেঞ্চুরির পর মোহাম্মদ আশরাফুল -ফাইলফটো

মহামারী করোনাভাইরাস আমাকে বাধ্য করেছে এখনই নিলামে তোলার। করোনায় এখনই যে হাল, ২/৩ মাস পর আরও কঠিন সময় আসবে। তখন গরিব মানুষের অবস্থা আরও শোচনীয় হবে। আমি তাদের পাশে দাঁড়াতেই আমার ক্যারিয়ারের সেরা দুটি ব্যাট নিলামে তুলতে চাইছি। একটি সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি হাঁকানোর ব্যাট এবং অপরটি কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাট। অবশ্য নিলামে তোলার আরও অনেক কিছুই আছে আমার কাছে।’

‘মাত্র তিন ঘণ্টায় জীবন কীভাবে বদলে যায়, অস্ট্রেলিয়াকে হারানোর পর বুঝেছি।’ ২০০৫ সালের ১৮ জুন কার্ডিফে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজারা থাকার পরও বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার বলা হয় আশরাফুলকে। দেশের প্রথম বিশ্ব তারকা আশরাফুল। করোনাভাইরাসে ঘরবন্দী। খেলাধুলা নেই। অঢেল সময়। ফিটনেস ঠিক রাখতে অনুশীলন করছেন। পাশাপাশি সময় দিচ্ছেন প্রিয় কন্যাকেও। ফাঁকে ফাঁকে খোঁজ রাখছেন মহামারী করোনাভাইরাসের। প্রার্থনা করছেন আল্লাহ’র কাছে, যেন এই কঠিন মুহূর্র্ত থেকে রক্ষা করেন বাংলাদেশ ও বিশ্বকে। করোনাভাইরাসে দিন দিন আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় তার মানবিক হৃদয় কাঁদছে। কাঁদছেন দেশের দুস্থ মানুষের কথা ভেবে। যারা দিন আনে দিন খায়, তাদের মানবেতর জীবনের কথা ভেবে কিছু করার তাড়নায় ইতিহাস গড়া নিজের দুটি ব্যাট নিলামে তোলার পরিকল্পনা করেছেন। গরীব, দুস্থদের খাদ্য এবং আর্থিক সহায়তা দিতে নিলামে তুলছেন সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো বিশ্ব রেকর্ড গড়ার ‘ব্যাট’ এবং কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাটটি।

হঠাৎ করেই নিলামে তুলছেন ব্যাট দুটি। অবশ্য পরিকল্পনায় ছিল ব্যাটগুলো নিলামে তোলার। সেট প্রৌঢ়ত্বের শেষ সময়ে, ‘ব্যাট, টুপি, স্ট্যাম্প নিলামে তোলার পরিকল্পনা ছিল আমার। তবে এখনই নয়, প্রৌঢ়ত্বের শেষ বেলায়। কিন্তু মহামারী করোনাভাইরাস আমাকে বাধ্য করেছে এখনই নিলামে তোলার। করোনায় এখনই যে হাল, ২/৩ মাস পর আরও কঠিন সময় আসবে। তখন গরিব মানুষের অবস্থা আরও শোচনীয় হবে। আমি তাদের পাশে দাঁড়াতেই আমার ক্যারিয়ারের সেরা দুটি ব্যাট নিলামে তুলতে চাইছি। একটি সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি হাঁকানোর ব্যাট এবং অপরটি কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাটটি। অবশ্য নিলামে তোলার আরও অনেক কিছুই আছে আমার কাছে।’ শুধু আশরাফুল নন, ব্যাট নিলামে তুলেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব নিলামে তুলেছেন ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলা ব্যাটটি এবং মুশফিক তুলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরির মুশফিকের ব্যাটটির ‘বেজ প্রাইস’ ধরা হতে পারে ১০ লাখ টাকা। সাকিবের ব্যাটের ‘বেজ প্রাইজ’ ধরা হয়েছে ৫ লাখ টাকা। আশরাফুল চাইছেন বিশ্বরেকর্ডের ব্যাটটির মূল্য যেন আরও বেশি হয়। এতে লাভবান হবেন দুস্থরা, ‘নিলামে যত বেশি মূল্যে বিক্রয় হবে ব্যাট, তাতে লাভবান হবেন দুস্থরাই। তাই আমি চাই আমার বিশ্বরেকর্ড হাঁকানো ব্যাটটির বেজ প্রাইজ একটু বেশিই ধরতে।’ অবশ্য এরই মধ্যে দুটি কোম্পানি যোগাযোগ করেছে আশরাফুলের সঙ্গে নিলামে তোলার জন্য। সাবেক অধিনায়ক অবশ্য ইংল্যান্ডে যোগাযোগ করছেন সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করানোর ব্যাটটি নিলামে তুলতে।

২০০১ সালের ৮ সেপ্টেম্বর কলম্বোয় মুত্তিয়া মুরলীধরন, চামিন্দা ভাসদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন। ৬১ টেস্ট ক্যারিয়ারের ওটাই ছিল অভিষেক টেস্ট। ইনিংস ও ১৩৭ রানে হারের ওই টেস্টে ২১২ বলের ইনিংসটিতে ছিল ১৬টি চার। সেঞ্চুরি করেছিলেন ১৭ বছর ৬১ দিনে। আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের মোস্তাক আহমেদের ১৭ বছর ৭৮ দিনের।

২০০৫ সালের ১৮ জুন ক্রিকেট বিশ্বকে চমকে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় উপহার দিয়েছিলেন আশরাফুল। ম্যাকগ্রা, গিলেস্পিদের সাঁড়াশি আক্রমণের বিপক্ষে বাংলাদেশকে উপহার দিয়েছিলেন ৫ উইকেটের দুরন্ত এক জয়। ম্যাচটিতে খেলেছিলেন ১০১ বলে ১১ চারে সাজানো ১০০ রানের বিশ্বকাঁপানো এক ইনিংস। আশ্চর্য হলেও সত্যি, সেঞ্চুরিটি ছিল তার অভিষেক সেঞ্চুরি। ম্যাচটি নিয়ে আশরাফুল বলেন, ‘৩ ঘণ্টা আগেও যা কল্পনাতীত ছিল, ৩ ঘণ্টা পর সেটাই বাস্তবে নেমে আসে। ওই এক ইনিংসেই বদলে যায় জীবন। পেয়ে যাই তারকাখ্যাতি।’

দেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার আশরাফুলের মানবিক গুণকে বরাবরই স্যালুট জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার মাশরাফি। তাইতো দেশের সবচেয়ে সফল অধিনায়ক প্রিয় বন্ধুকে নিয়ে বলেন, ‘আশরাফুল ভালো মানুষ। মানুষের উপকারে তাকে কতবার ঝাঁপিয়ে পড়তে দেখেছি।’

সর্বশেষ খবর