বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিকল্প প্রস্তাব গাভাস্কারের

ক্রীড়া ডেস্ক

বিকল্প প্রস্তাব গাভাস্কারের

সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বরে। কিন্তু করোনাভাইরাসের জন্য টি-২০ বিশ্বকাপ নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হবে কি-না, এখনো নিশ্চিত নয়। আজ আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটির (সিইসি) গুরুত্বপূর্ণ সভা। সেখানেই টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারিত হবে ধারণা করা হচ্ছে। টেস্ট খেলুড়ে দেশগুলো যখন তাকিয়ে আছে সভার দিকে, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বিকল্প একটি প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, দুটি টি-২০ বিশ্বকাপের সময় ঠিক রেখে ভেন্যু পরিবর্তন করতে। চলতি বছর অস্ট্রেলিয়ায় এবং ২০২১ সালে ভারতে টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা। করোনাভাইরাসের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এরফলে টি-২০ বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে আয়োজন কঠিন হয়ে পড়েছে। তাই গাভাস্কার বলেছেন, চলতি বছরের টি-২০ বিশ্বকাপ ভারতে এবং পরের আসর অস্ট্রেলিয়ায় হউক। দুটি দেশ এ বিষয়ে সম্মত হলে সমাধান হবে বলেন সাবেক অধিনায়ক। টি-২০ বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ। তবে ধারণা করা হচ্ছে আসরটি হবে না। আইপিএল ও টি-২০ বিশ্বকাপের জন্য গাভাস্কার প্রস্তাব দিয়েছেন, এশিয়া কাপ যেন আগামী বছর নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ খবর