বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসে শিক্ষাও কম নয়

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে শিক্ষাও কম নয়

করোনাভাইরাসে বিশ্বের ক্রীড়াবিদরা ঘরবন্দী হয়ে অলস সময় কাটাচ্ছেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, প্রতিদিন শুধু লাশ আর লাশ। জানি না এ ভয়াবহতার অবসান ঘটবে কবে? তবে এটাও ঠিক করোনাভাইরাস মানুষকে শিক্ষাও কম দিচ্ছে না। সবাই একে অপরের মধ্যে বিবাদ ভুলে গিয়ে বিপদের সময় পাশে দাঁড়াচ্ছে। জানে করোনভাইরাসে কাছে যাওয়া কতটা আতঙ্কের। তবুও দুস্থদের সহযোগিতা করতে ভুলছেন না। বাসায় বন্দী থাকছি ঠিকই। তবে প্রতিদিন আত্মীয়-স্বজনদের খোঁজ খবর নিতে পারছি। ক্রিকেটের  ব্যস্ততার মধ্যে সামাজিকতা ভুলেই গিয়েছিলাম। এখন তো পারছি। ডাক্তার নার্সদের কাছে গোটা পৃথিবী ঋণী হয়ে থাকবে। তাদের সেবায় অনেকে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসছে। এই শিক্ষা যেন লকডাউন শেষ হলেই ভুলে না যাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি নিজেও নিশ্চিত নয় করোনাভাইরাসে আক্রান্ত হবো  কি না। তবে মানুষের মানবতা দেখে সত্যিই আমি মুগ্ধ। যা আমাকে নতুন করে অনেক কিছু শিখিয়েছে।

সর্বশেষ খবর