শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বেকহামের সঙ্গে মধ্যাহ্নভোজের সুযোগ

ক্রীড়া ডেস্ক

বেকহামের সঙ্গে মধ্যাহ্নভোজের সুযোগ

করোনাভাইরাস প্রতিরোধ এবং সহায়তায় এগিয়ে আসছেন তারকা ফুটবলার, ক্রিকেটার থেকে শুরু করে হলিউড, বলিউড তারকারা। আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, জøাটান ইব্রাহিমোভিচ, গ্যারেথ বেলে, শচীন টেন্ডুলকার, জশ বাটলার, সাকিব আল হাসানরা। এবার তাদের পথে হাটলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম। তবে তিনি সরাসরি অর্থ দিচ্ছেন না। করোনাভাইরাস তহবিলে অনুদান দিতে তিনি ভিন্ন এক পথে হাঁটার পরিকল্পনা করেছেন। ‘টাইটানিক’ খ্যাত জনপ্রিয় হলিউড নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও অনুদান দিতে ‘অল ইন চ্যালেঞ্জ’ নামে এক চ্যারিটি সংগঠন করেছেন। সেখানে ভক্তরা ১০ ডলারের বিনিময়ে তার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। ডি ক্যাপ্রিওর এই সংস্থায় যোগ দিয়েছেন উইল ফেরেল, ম্যাথিউ ম্যাককোনহে, ড্রেক আরিয়ানা গ্রান্দে, কেভিন ডুরান্ট ও অ্যারন রজার্সের মতো তারকারা। সেই তালিকায় নতুন নাম ইংল্যান্ডের রিয়াল মাদ্রিদ তারকা বেকহাম। ইংলিশ সাবেক অধিনায়ক কি চ্যালেঞ্জ দিয়েছেন ভক্তদের?

বেকহামের সঙ্গে লাঞ্চ করতে ভক্তদের ন্যূনতম ১০ ডলার করে ১০টি এন্ট্রি কিনতে হবে। কেউ যদি ইচ্ছা করেন, তাহলে ১০০ ডলার পর্যন্তও খরচ করতে পারবেন। এন্ট্রি কেনা ভক্তদের মধ্য থেকে র‌্যাফেল ড্র করে বিজয়ী নির্ধারণ করা হবে। যিনি জয়ী হবেন, তিনি তার আরও চার বন্ধুকে নিয়ে দেখা করতে পারবেন বেকহামের সঙ্গে। শুধু এটুকুই নয়, বিজয়ী ভক্ত ও চার বন্ধু মিলে বেকহাম ও তার দলের বিপক্ষে ইন্টার মায়ামি স্টেডিয়ামে একটি ফাইভ-এ সাইড ফুটবল ম্যাচ খেলতে পারবেন। খেলা শেষে তারা বেকহামের সঙ্গে লাঞ্চ করবেন এবং পরে ইন্টার মায়ামি স্টেডিয়াম ঘুরে ঘুরে দেখবেন। হয়তো স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে বসে একটি ম্যাচও দেখতে পারবেন জয়ী ভক্তরা। বেকহাম শুধুু ভক্তদেরই এই চ্যালেঞ্জে অংশ নিতে বলেননি। অনুরোধ করেছেন তার প্রিয় তিন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইনকেও (পিএসজি) অংশ নিতে। 

সর্বশেষ খবর