রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

অক্টোবরে ফুটবলে নতুন মৌসুম!

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার লিগ হবে না বাতিল তা আজই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। দুপুরে বাফুফে নির্বাহী কমিটিতে এ নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে। প্রশ্ন হচ্ছে লিগের ভাগ্য কি নির্ধারণ হবে নাকি ঝুলে থাকবে। লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেছেন, সদস্যদের মতামত অবশ্যই গুরুত্ব পাবে। তবে যা হবে তা এএফসির গাইড লাইন মেনেই। প্রশ্ন হচ্ছে যদি বৈঠকে চূড়ান্ত কিছু হয়ে যায় তখন এএফসির গাইড লাইনের জন্য নতুন করে অপেক্ষা করতে হবে না তো। আসলে এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করেছে বাফুফে। প্রথমে বলা হচ্ছিল ক্লাবগুলো কি চাচ্ছে তা লিখিতভাবেই এএফসিকে জানানো হয়েছে। বৈঠকের আগেই আমরা গাইড লাইন পেয়ে যাব। এখন আবার অন্য সুর।

সালাম বলছেন লিগকে বাতিল বলার সুযোগ নেই। সমাপ্ত দেখাতে হবে। তা না হলে সামনে এএফসি কাপে বাংলাদেশ প্রতিনিধিত্ব করতে পারবে না। সমাপ্ত বললেই এক দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে। সেটাও তো সম্ভব নয়। কারণ লিগে একেক দল ছয় বা পাঁচ ম্যাচ খেলছে। যদি লিগ ৬০ ভাগও শেষ হতো তাহলে শীর্ষে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যেত। তাহলে কি হবে লিগের ভাগ্য? বাফুফের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, স্থগিত লিগ হচ্ছে না এটাই চূড়ান্ত। করোনাভাইরাসের রূপ দেখে এখন নতুন মৌসুমের তারিখ ঘোষণা হতে পারে। আর তা অক্টোবর থেকেই। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন অক্টোবরে যদি নতুন মৌসুম শুরু হয় তা হলে তো স্থগিত লিগও শুরু করা যেত। অযথা এক লিগ হারিয়ে যাবে কেন?

সর্বশেষ খবর