মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

হ্যাটট্রিক করলেন ডর্টমুন্ডের স্যানচো

ক্রীড়া ডেস্ক

হ্যাটট্রিক করলেন ডর্টমুন্ডের স্যানচো

ম্যাচের ৫৭, ৭৪ ও ৯১ মিনিটে গোল করেন এই ইংলিশ তরুণ। বুরুসিয়া ডর্টমুন্ড ম্যাচটি জয় করে ৬-১ গোলের বিশাল ব্যবধানে। ডর্টমুন্ডের পক্ষে এ ছাড়াও গোল করেন  থোরগান হ্যাজার্ড, আশরাফ হাকিমি এবং মার্সেল শুমেলজার।

ইংলিশ তরুণ জ্যাডন স্যানচো ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করলেন। ২০ বছর বয়সী এই তরুণ ইংল্যান্ডের জার্সিতে এরই মধ্যে অভিষিক্ত হয়েছেন। জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছেন ২০১৭ সালে। এই দলের জার্সিতেই নাম কুড়াচ্ছেন। গত রবিবার গভীর রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে নিচের সারির দল এসসি প্যাডারবার্নের মুখোমুখি হয়েছিল বুরুসিয়া ডর্টমুন্ড। সেই ম্যাচেই ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন স্যানচো। ম্যাচের ৫৭, ৭৪ ও ৯১ মিনিটে গোল করেন এই ইংলিশ তরুণ। বুরুসিয়া ডর্টমুন্ড ম্যাচটি জয় করে ৬-১ গোলের বিশাল ব্যবধানে। ডর্টমুন্ডের পক্ষে এ ছাড়াও গোল করেন  থোরগান হ্যাজার্ড, আশরাফ হাকিমি এবং মার্সেল শুমেলজার। এই জয়ে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে ডর্টমুন্ড। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে বুরুসিয়া ডর্টমুন্ড। এদিকে বুন্দেসলিগায় গত রবিবার জয় পেয়েছে মঞ্চেনগ্লাডবাখও। তারা ৪-১ গোলে হারিয়েছে ইউনিয়ন বার্লিনকে। এই জয়ে ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে মঞ্চেনগ্লাডবাখ।

সর্বশেষ খবর