বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

কোহলিকে দেখেই বদলে গেছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

কোহলিকে দেখেই বদলে গেছেন তামিম

আমার এটা বলতে কোনো লজ্জা নেই যে, ২-৩ বছর আগে যখন আমি বিরাট কোহলিকে দেখেছি জিমে কাজ করতে, তারপর নিজেকে নিয়ে লজ্জা লাগত আমার। সত্যিই নিজেকে নিয়ে লজ্জা লাগত আমার।

এক সময় ফিটনেসের প্রতি ততটা মনোযোগ ছিল না তামিম ইকবালের। ড্যাসিং ওপেনারের মনোযোগ থাকত রান করার দিকে। কিন্তু এখন নিজের চিন্তায় পরিবর্তন এনেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ফিটনেসকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। তামিম ফিটনেসের প্রতি আগ্রহী হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে দেখে। ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকর সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে কথোপকথনের সময় এমন কথা বললেন তামিম। ভিডিও সাক্ষাৎকারে টাইগার দলপতি বলেন, ‘আমার এটা বলতে কোনো লজ্জা নেই যে, ২-৩ বছর আগে যখন আমি বিরাট কোহলিকে দেখেছি জিমে কাজ করতে, তারপর নিজেকে নিয়ে লজ্জা লাগত আমার। সত্যিই নিজেকে নিয়ে লজ্জা লাগত আমার। মনে হতো, এই ছেলেটি সম্ভবত আমার বয়সীই হবে সে এ ধরনের কাজ করছে, এত বেশি ট্রেনিং করছে, সাফল্যও পাচ্ছে, আমি হয়তো তার অর্ধেকও করছি না। তার পর্যায়ে যেতে না পারলেও অন্তত তার পথ তো অনুসরণ করার চেষ্টা করতে পারি। হয়তো তার ৫০ ভাগ, ৩০-৪ ভাগ বা ৬০ ভাগ তো হতে পারব!’

সর্বশেষ খবর