শিরোনাম
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

ইংল্যান্ডে কোয়ারেন্টাইনে ক্যারিবীয় ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডে কোয়ারেন্টাইনে ক্যারিবীয় ক্রিকেটাররা

তিন টেস্ট সিরিজ খেলতে জেসন হোল্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন ইংল্যান্ডে। মঙ্গলবার চার্টার্ড বিমানে চড়ে ক্যারিবীয় ক্রিকেটাররা পা রাখেন সেখানে। হোল্ডারদের পা রাখার সঙ্গে সঙ্গে করোনাভাইরাসের জন্য ক্রিকেটের বন্ধ দুয়ার খুলে গেছে। প্রায় তিন মাস বন্ধ থাকার পর এখন আন্তর্জাতিক ক্রিকেট শুরুর অপেক্ষা। ইংল্যান্ডে পা রেখেই ক্যারিবীয় ক্রিকেটাররা করোনাভাইরাস পরীক্ষা দিয়ে এখন কোয়ারেন্টাইনে। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর এক সপ্তাহ অনুশীলন করবে হোল্ডার বাহিনী। এরপর ৮ জুলাই টেস্ট খেলতে নামবে দল দুটি। টেস্ট তিনটি হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। 

মঙ্গলবার ক্যারিবীয় ক্রিকেটাররা ম্যানচেস্টার বিমানবন্দরে পা রাখেন মাস্ক পরে। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছে, ইংল্যান্ডে স্বাগত। আপনাদের এখানে দেখে আমরা খুব খুশি। টেস্ট সিরিজ শুরুর তর সইছে না।’ ক্যারিবীয় ক্রিকেটারদের স্যালুট জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ার, ‘পৃথিবীর অপরাপর দেশগুলোর উচিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের অনুসরণ করা। তারা এমন কঠিন পরিস্থিতিতে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে আমি স্যালুট জানাই।’ চার্টার্ড বিমানে ইংল্যান্ডে রওনা দেওয়ার আগে ২৫ ক্রিকেটারসহ ওয়েস্ট ইন্ডিজের ৩৯ সদস্যের প্রত্যেকের এক দফা করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। কোনো ক্রিকেটারের শরীরে করোনার লক্ষণ ছিল না। ক্রিকেটারদের আরও একবার পরীক্ষা করা হবে সিরিজ শুরুর আগে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বিমানবন্দরে পা রাখার পর তাদের ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হবে। সেখান থেকে পরে অনুশীলন করে ৮ জুলাই সাউদাম্পটনে টেস্ট খেলবে দুই দল। এরপর ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের বাকি দুটি টেস্ট ১৬ ও ২৪ জুলাই খেলবে। তবে করোনার ভয়ে দলের সঙ্গে ইংল্যান্ডে আসেননি তিন ক্রিকেটার শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো ও কিমো পল। 

সর্বশেষ খবর