বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

কলিনড্রেসকে মিস করব

কলিনড্রেসকে মিস করব

গোলাম সারওয়ার টিপু

১৯৭৪ সাল থেকে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে বিদেশিদের আগমন। সত্যি বলতে কী মানসম্পন্ন বিদেশি বলতে যা বোঝায় তা আশি দশক থেকেই দেখা মিলে। আবাহনীতে ১৯৮৬ বিশ্বকাপে খেলা ইরাকের করিম মোহাম্মদ ও সামির সাকির খেলে গেছেন। মোহামেডানে নালজেগার, বিজন তাহেরি ও এমেকা খেলেছেন। এদের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। এদের কাছ থেকে অনেক কিছুই শেখার ছিল। মধ্যে সনি নর্দে ছাড়া তেমন মানসম্পন্ন বিদেশির দেখা মেলেনি। নতুন দল হিসেবে বসুন্ধরা কিংস বিদেশি আনার ব্যাপারে বিপ্লব ঘটিয়ে ফেলে। রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার হয়ে খেলা ড্যানিয়েল কলিনড্রেসকে এনে। আমি বলব তার আগমনেই মরা পেশাদার লিগ জেগে উঠেছিল। দর্শকরা তার পারফরম্যান্সে মুগ্ধ ছিল। নিজে গোল করতেন সতীর্থদের করাতেন। ড্যানিয়েল ছিলেন কমপ্লিট টিম মেকার। তার বিদায় শুধু বসুন্ধরা নয়, দেশের ফুটবলেরও ক্ষতি হয়ে গেল। কেননা ড্যানিয়েল থাকলে স্থানীয় ফুটবলাররা অনেক কিছু শিখতে পারত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর