শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

বাড়িতেই প্রস্তুতি সেরে নিচ্ছেন নারী ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক

বাড়িতেই প্রস্তুতি সেরে নিচ্ছেন নারী ফুটবলাররা

দীর্ঘদিন পর মেয়েদের ফুটবল লিগ শুরু হওয়ায় এক অন্যরকম উত্তেজনা বিরাজ করছিল। অনেক স্বপ্ন নিয়েই শুরু হয়েছিল এই লিগ। কিন্তু কয়েকটা ম্যাচ খেলার পরই করোনাভাইরাসের আঘাতে সেই স্বপ্ন ফিকে হয়ে যায়। বন্ধ হয়ে যায় মেয়েদের ফুটবল লিগসহ অন্যান্য সকল খেলা। পরবর্তীতে প্রিমিয়ার লিগ বাতিল করা হয়। কিন্তু মেয়েদের লিগ নিয়ে অনিশ্চয়তা রয়েই যায়। দীর্ঘদিন পর শুরু হওয়া লিগটা মাঠে গড়ানোর আশায় এখনো অপেক্ষার প্রহর গুনছেন আয়োজকরা। অপেক্ষায় আছে ক্লাবগুলোও।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘মেয়েদের লিগটা আমরা শেষ করতে পারব আশা করি। আমাদের লক্ষ্য সেপ্টেম্বরে লিগটা পুনরায় শুরু করা।’ সেপ্টেম্বরেও যদি পরিস্থিতির উন্নতি না হয়, সেক্ষেত্রে কী করবেন? এমন এক প্রশ্নের জবাবে কিরণ বলেন, ‘আমরা অপেক্ষা করব। অক্টোবর কিংবা নভেম্বরে হলেও আমরা লিগটা মাঠে গড়াতে চাই।’ তবে কিছুটা অনিশ্চয়তা কাজ করছে ক্লাবগুলোর মধ্যে। প্রথমত, করোনাভাইরাস পরিস্থিতি কোনদিকে গড়ায় এখনো বুঝা যাচ্ছে না। তাছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনও একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই নির্বাচনের পর পরিস্থিতি কোনদিকে যায় বলা কঠিন। তখন নারী ফুটবল লিগ নিয়ে চিন্তা ভাবনা কেমন হবে তাও বলা যায় না। বসুন্ধরা কিংসের নারী দলের কোচ মাহমুদা বলেন, ‘আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। সেখানে নিয়মিত যোগাযোগ হয় মেয়েদের সঙ্গে। নিয়মিতই তাদেরকে টিপস দিচ্ছি। ফিটনেস ধরে রাখার ব্যাপারে পরামর্শ দিচ্ছি। কিন্তু মাঠে না নামলে আসলে পরিস্থিতি বুঝা যাবে না। শুনছি, সেপ্টেম্বরে লিগ শুরু হবে। কিন্তু বাফুফে নির্বাচন আছে। সবমিলিয়ে পরিস্থিতি কোনদিকে যায় বুঝতে পারছি না।

সর্বশেষ খবর