শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

সবচেয়ে স্কিলফুল বোলার আমির

স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

সবচেয়ে স্কিলফুল বোলার আমির

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায় বল টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ ছিলেন ক্রিকেটে। আর ফিরেছেন দুর্বার রূপে। ইস্টাগ্রামে এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন তার ফেস করা বোলারদের মধ্যে সেরা কে ছিল। প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমার দেখা বোলারদের মধ্যে সবচেয়ে স্কিলফুল বোলার হচ্ছেন মোহাম্মদ আমির।’ পাকিস্তানের এই পেসারের বিরুদ্ধে খেলতে যেন অস্বস্তিবোধ করতেন তিনি। তবে অসি তারকা এমন এক বোলারের নাম বললেন, যাকে কিনা সাম্প্রতিক কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের জোফরা আর্চার, স্টুয়ার্ড ব্রড, জেমস অ্যান্ডারসন, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ড, টিম সাউদি কিংবা ভারতের জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা সবার বিরুদ্ধেই খেলেছেন স্মিথ। কিন্তু তিনি এদের কারও নাম বলেননি। টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলে মোট ১৮ বার মোহাম্মদ আমিরের মুখোমুখি হয়েছিলেন স্মিথ। প্রত্যেক ফর্মেটেই তিনি একবার করে আউট হয়েছেন পাক তারকার বলে। টেস্ট ও টি-২০তে আউট হয়েছেন সেই ২০১০ সালে। ওই বছরই তো পাকিস্তানি তারকা স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়ে যান। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফেরেন আমির। তারপর আবারও ২০১৭ সালে স্মিথকে প্রথম বলেই আউট করে দেন তিনি। পাকিস্তানি বোলারের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়ে যান স্মিথ। সে কারণেই আমিরকে যেন বেশ সমীহই করেন টেস্টের এক নম্বর এই ব্যাটসম্যান। আরেক প্রশ্নের জবাবে স্মিথ বলেছেন, ‘তার ক্রিকেট ক্যারিয়ারের সেরা সময় ছিল ২০১৫ সালের বিশ্বকাপ।’

সর্বশেষ খবর