শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

বিশ্বকাপ স্টাইলে চ্যাম্পিয়ন্স লিগ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ স্টাইলে চ্যাম্পিয়ন্স লিগ

করোনাভাইরাসের ভয়াবহতা কাটেনি। বরং বেড়েই চলেছে। এরই মধ্যে মাঠে ফিরেছে ইউরোপের সেরা চার লিগ। ফরাসি লিগ বাতিল করে শীর্ষে থাকা পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। ঘরোয়া লিগগুলো মাঠে গড়ালেও ইউরোপের সবচেয়ে জমজমাট আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কোনো ঘোষণা আসছিল না। অনেকে ভেবেছিলেন এবারের আসর বাতিল না হয়ে যায়। শেষ পর্যন্ত উয়েফা সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারে। আগামী ২৩ আগস্ট হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ভেন্যুও পরিবর্তন করা হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের পরিবর্তে ফাইনালে হবে পর্তুগালের লিসবনে। এখানেই শেষ করা হবে বাকি টুর্নামেন্ট। করোনাভাইরাসে শুরুর আগে দ্বিতীয় রাউন্ডের অধিকাংশ ম্যাচই হয়ে গেছে। বাকি থাকা কয়েকটি ম্যাচ হওয়ার পর কোয়ার্টার ফাইনাল থেকে বিশ্বকাপ স্টাইলে মিনি টুর্নামেন্টের মাধ্যমে শেষ হবে চ্যাম্পিয়ন্স লিগ। অর্থাৎ মাত্র এক লেগেই শেষ হবে নকআউট পর্ব।

 

সর্বশেষ খবর