বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

টুকিটাকি

বিগ-ব্যাশের সূচি প্রকাশ

বিগ-ব্যাশের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ৩ ডিসেম্বর অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের ম্যাচ নিয়ে ঘরোয়া টি-২০র এই আসর মাঠে গড়াবে। বিগ-ব্যাশের এই আসরে অনুষ্ঠিত হবে মোট ৬০টি ম্যাচ। ৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে। বিগ-ব্যাশের প্রধান নির্বাহী অ্যালিস্টার ডবসন বলেন, ‘আমরা স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করেই লিগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

 

র‌্যাশফোর্ডের পিএইচডি

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার মারকুস র‌্যাশফোর্ড। মাত্র ২২ বছর বয়সেই তাকে এই ডিগ্রি দেওয়া হয় মূলত দরিদ্র শিশুদের নিয়ে কাজ করার জন্য। গত মাসে একটি সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে সফল হয়েছিলেন র‌্যাশফোর্ড। ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল স্কুলে গরিব বাচ্চাদেরকে ফ্রিতে খাবার দিবে না। কিন্তু র‌্যাশফোর্ডের প্রতিবাদের পর সিদ্ধান্তটি বাতিল করা হয়।

তাছাড়া করোনাভাইরাসের সময়টাতেও মিলিয়ন মিলিয়ন অর্থ সংগ্রহ করে তিনি দরিদ্রদের মধ্যে বিলিয়েছেন।

 তাছাড়া একজন ফুটবল তারকা হিসেবেও র‌্যাশফোর্ড ইংল্যান্ডে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। সবমিলিয়েই তাকে ডক্টরেট ডিগ্রি দিল ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। এর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন ম্যানইউ কিংবদন্তি অ্যালেক্স ফার্গুসন এবং ববি চার্লটনও। এএফপি

 

গিরদই চেলসির নায়ক

চেলসিতে তিন বছর আগে নাম লিখিয়েছেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের গিরদ। কিন্তু নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি তিনি স্ট্যামফোর্ড ব্রিজে। ব্লুজদের জার্সিতে গত মৌসুমে ৪৫ ম্যাচ খেলে মাত্র ১৩ গোল করেছিলেন। চলতি মৌসুমে অনেক ম্যাচেই তিনি ছিলেন মাঠের বাইরে। ইংলিশ প্রিমিয়ার লিগে কেবল ১৬টা ম্যাচ খেলেছেন। কিন্তু করোনাভাইরাস পরবর্তী সময়ে চেলসির অন্যতম সেরা তারকায় পরিণত হয়েছেন তিনি।

মঙ্গলবার তারই গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা নরউইচ সিটিকে ১-০ ব্যবধানে হারিয়েছে চেলসি।

এই নিয়ে করোনাভাইরাস পরবর্তী সময়ে চার গোল করলেন বিশ্বকাপজয়ী গিরদ। সর্বশেষ চার ম্যাচে করলেন তিন গোল। এই জয়ে স্বস্তি ফিরেছে চেলসিতে। আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যদের। ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে চেলসি। ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট সংগ্রহ করেছে লিস্টার সিটি ও ম্যানইউ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চার নম্বরে আছে লিস্টার সিটি।

 

কাতার বিশ্বকাপ

সব শঙ্কাকে দূর করে কাতার বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে ফিফা। ফিফা তার ওয়েবসাইটে জানিয়েছে, ২০২২ সালের কাতার বিশ্বকাপ শুরু হবে নভেম্বরে। ফুটবল মহাযজ্ঞ শুরু হবে ২১ নভেম্বর এবং ফাইনাল ১৮ ডিসেম্বর। প্রতিদিন খেলা হবে ৪টি এবং খেলাগুলো হবে ১১ ঘণ্টার মধ্যে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে কাতার সময় দুপুর ১টায় এবং চার নম্বর ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ১০টায়। ৩২ দলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আল বাইত স্টেডিয়ামে। যার ধারণক্ষমতা ৬০ হাজার।

 ফাইনাল হবে ৮০ হাজার দর্শক ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়াম। আল বাইত ও লুসাইল স্টেডিয়াম ছাড়াও খেলাগুলো হবে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আর থুমানা স্টেডিয়াম, আর রায়ান, রাশ আবু আবুদ স্টেডিয়াম, এডুকেশন সিটি স্টেডিয়াম এবং আল জানুব স্টেডিয়ামে। স্টেডিয়ামগুলোর দূরত্ব কম বলে ফুটবলপ্রেমীরা সবগুলো স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন। কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির সিইও নাসের আল খাতের জানিয়েছেন, ‘বিশ্বকাপ আয়োজনের কাজ দ্রুতগতিতে চলছে। রাস্তা ও অবকাঠামোর কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর