মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

পেশাদার লিগে ‘কোচ’ কানন?

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলার সাঈদ হাছান কাননের বিদায় হয়েছে নব্বই দশকে। এরপর তাকে দেখা যায় কোচ হিসেবে। বাড্ডা জাগরণী পেশাদার লিগে উঠে কাননের প্রশিক্ষণে। তবে বড় কোনো দলের দায়িত্ব পাননি। এবার পেশাদার লিগে কাননকে দেখা যেতে পারে। এএফসির এ লাইসেন্স পাওয়ার পর কাননকে ঘিরে আগ্রহ বেড়েছে ক্লাবগুলোর। কয়েকটি ক্লাব এখনই কাননের সঙ্গে আলাপ করতে চায়। কানন বলেন, ‘দুটি দল আমাকে অফার দিয়েছে। তবে আমার স্বপ্ন মোহামেডান ক্লাবের কোচ হওয়া। এখানে খেলেই আমি তারকা খ্যাতি পেয়েছি। অনেক সাবেক খেলোয়াড়ই মোহামেডানের কোচ হয়েছেন। এখন আমি মোহামেডানের দায়িত্ব নিতে চাই।’ কানন চাইলেও তার স্বপ্ন পূরণ হবে কিনা সংশয় রয়েছে। কেননা মোহামেডানের ব্রিটিশ কোচ ঢাকা ছাড়ার আগে বলে গেছেন, ‘তোমরা যদি আমাকে ডাকো অবশ্যই ফিরে আসব।’ পরীক্ষিত কোচ বলেই মোহামেডান হয়তো চাইবে এই ব্রিটিশকেই দলে রাখতে। কানন আরও বলেন, ‘ব্রিটিশ কোচ যদি থাকতে চান আমার কোনো আপত্তি নেই। তিনি না এলে আমি দায়িত্ব নিতে চাই। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দায়িত্ব পেলে মোহামেডানের চেহারা পাল্টে দেব। এবার যে দলটি হয়েছিল সে মানের দল হলেও চ্যাম্পিয়ন ফাইট দিতে পারব। জানি না আমার এ স্বপ্ন পূরণ হবে কিনা।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর