মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

এফএ কাপের ফাইনালে লন্ডন ডার্বি

ক্রীড়া ডেস্ক

এফএ কাপের ফাইনালে আবারও নর্থ ওয়েস্ট লন্ডন ডার্বি দেখতে পাবেন ফুটবলপ্রেমিকরা। আগেই ফাইনাল নিশ্চিত করেছিল আর্সেনাল। গত রবিবার ফাইনাল নিশ্চিত করল চেলসিও। ব্লুজরা ওয়েম্বলি স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। চেলসির পক্ষে গোল করেছেন অলিভিয়ের গিরদ ও ম্যাসন মাউন্ট। ম্যানইউর হ্যারি মাগুইরে একটি আত্মঘাতী গোল করে চেলসির জয়ের ব্যবধান বাড়ান। অন্যদিকে ম্যানইউর পক্ষে ম্যাচের শেষদিকে গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেজ। ১ আগস্টের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে চেলসি।

এফএ কাপে এর আগেও দুইবার ফাইনালে মুখোমুখি হয়েছে আর্সেনাল-চেলসি। দুই বারই জয় পেয়েছে আর্সেনাল। ২০০১-০২ মৌসুমে ফাইনালে আর্সেনাল ২-০ গোলে হারিয়েছিল চেলসিকে। ২০১৬-১৭ মৌসুমে আর্সেনাল আবারও জয় পায় চেলসির বিপক্ষে (২-১ গোলে)। তৃতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে দেখা হচ্ছে দুই দলের। এবার কী চেলসি প্রতিশোধ নিতে পারবে? নাকি আর্সেনাল এফএ কাপ জয়ের রেকর্ডটা আরও বাড়িয়ে নেবে? এফএ কাপে সর্বোচ্চ ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। ১২ বার চ্যাম্পিয়ন হয়ে দুই নম্বরে আছে ম্যানইউ।

 

সর্বশেষ খবর