বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

ফুটগলফ

ফুটগলফ

ফুটবল দিয়ে গলফ খেলাকে বলা হয় ফুটগলফ। খেলা হয় গলফ কোর্সেই। গলফের মতো টি-পয়েন্ট থেকে প্রথম কিক। ফেয়ারওয়ে, বাংকার, গ্রিন- সবই থাকছে। গলফের মতোই সবকিছু, কেবল গলফ বলের পরিবর্তে ব্যবহার করা হয় ফুটবল। টি-পয়েন্ট থেকে যে যত কম কিক করে বল হোলে ফেলতে পারবে সেই জয়ী হবে। ফুটগলফ আমেরিকায় বেশ জনপ্রিয়। এশিয়ার বেশ কয়েকটি দেশেও ফুটগলফ টুর্নামেন্ট হয়। ফুটগলফের ছবিটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের -এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর