বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

বিদেশি ছাড়া টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

স্থানীয়দের সুযোগ করে দিতে বাফুফে চাচ্ছে আসছে মৌসুমে বিদেশি ছাড়া ফুটবল। তবে তা নির্ভর করছে ক্লাবগুলোর সিদ্ধান্তের ওপর। বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘ফুটবলের স্বার্থের কথা ভেবে বিদেশিমুক্ত রাখার ইচ্ছা রয়েছে। কেননা ১৩ ক্লাবে চারজন করে বিদেশি খেললে অনেক স্থানীয়কে সাইড বেঞ্চে বসে থাকতে হয়। এতে তাদের মান যাচাই করা যায় না। ক্লাবগুলো রাজি হলে এবার বিদেশি ছাড়া ফুটবল শুরু করতে চাই। না চাইলেও বাফুফের টার্গেট রয়েছে অন্তত এক টুর্নামেন্ট শুধু স্থানীয়দের নিয়েই আয়োজন করতে। হতে পারে তা ফেডারেশন বা স্বাধীনতা কাপ।

 এতে দল ও ফুটবলারদের মান যাচাই করা যাবে। ইতোমধ্যে বেশ কজন ফুটবলার আমাদের সঙ্গে আলাপ করেছেন। তারা চান লিগ না হোক অন্তত এক টুর্নামেন্ট শুধু স্থানীয়দের দিয়ে আয়োজন করতে।’

 

সর্বশেষ খবর