বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ইউএস ওপেনে খেলছেন না নাদাল

ইউএস ওপেনে খেলছেন না নাদাল

ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টুইটারে নাদাল লিখেছেন, ‘অনেক চিন্তা করার পর আমি ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বজুড়েই কঠিন পরিস্থিতি বিরাজ করছে। কভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো এ ভাইরাসের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’ ইউএস ওপেনে গতবার পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদাল।

ফাইনালে তিনি রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছিলেন নাদাল। বর্তমান চ্যাম্পিয়নকে ছাড়াই ৩১ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম দর্শকরা গ্যালারিতে থাকছেন না। এমনকি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ১৪৩ বছরের ইতিহাসেও প্রথমবার দর্শকরা থাকছেন না মাঠে।

সর্বশেষ খবর