বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বাবরের ব্যাটে প্রতিরোধ

ইংল্যান্ড পাকিস্তান টেস্ট প্রথম দিন

বাবরের ব্যাটে প্রতিরোধ

দলীয় হাফ সেঞ্চুরির আগেই ওল্ড ট্র্যাফোর্ডে দুই উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। অধিনায়ক আজহার আলি রানের খাতাই খুলতে পারেননি। শঙ্কাই জেগেছিল পাক সমর্থকদের মনে। কিন্তু বাবর আজম ২২  গজে গিয়ে ওপেনার শান মাসুদকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের জুটিতে এসেছিল অপরাজিত ৭৮ রান। তখন পাকিস্তানের স্কোর ছিল ১২১/২। হাফ সেঞ্চুরি করে নটআউট ছিলেন বাবর। এরপরেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। গতকাল দলীয় ৩৬ রানের সময় প্রথম উইকেটের পতন ঘটে পাকিস্তানের। ওপেনার আবিদ আলিকে ১৬ রানে সাজঘরে ফিরিয়ে দেন জোফরা আর্চার। এরপর পাকিস্তানের ইনিংসে দ্বিতীয় আঘাত হানেন ইংলিশ পেসার ক্রিস ওকস। পাক দলপতিকে উইকেটে থিতুই হতে দেননি। ৬ বল খেলে ব্যক্তিগত স্কোরে কোনো রানই যোগ করতে পারেননি আজহার। এরপরই বাবর আজম ২২ গজে যাওয়ার পর পাল্টাতে থাকে ম্যাচের চিত্র। ৪১.১ ওভারে খেলা বন্ধ হওয়ার আগে বাবর করেছিলেন ৫২ রান ও শান মাসুদের  ব্যাট থেকে এসেছিল ৪৫।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর