শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ইউরোপার কোয়ার্টারে ইন্টার মিলান

ক্রীড়া ডেস্ক

ইউরোপার কোয়ার্টারে ইন্টার মিলান

করোনাভাইরাসের ছোবল এখনো ভয়াবহ। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে মরিয়া নাগরিক। করোনাভীতিকে পাশ কাটিয়ে মাঠে ফিরেছে ফুটবল। ইউরোপের বিভিন্ন দেশের লিগ শেষ হয়েছে। এবার শুরু হয়েছে ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ। দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর বুধবার মাঠে গড়িয়েছে ইউরোপা কাপ। স্প্যানিশ ক্লাব গেটাফেকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ইন্টারের প্রথম লেগের খেলা পরিত্যক্ত হয়েছিল। ফলে দ্বিতীয় লেগের ম্যাচ দিয়েই নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনাল। করোনার জন্য ইউরোপা কাপের প্রথমে লেগের অনেকগুলো ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ফলে ইউয়েফা সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় লেগের ম্যাচ দিয়ে ফল নির্ধারণ করতে। দ্বিতীয় লেগে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন ও শাখতার ডোনেৎস্ক। শাখতার প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল জার্মান ক্লাব ওলফসবার্গে বিপক্ষে। বুধবার রাতে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ইংলিশ জায়ান্ট প্রথম লেগে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল লাস্ককে। তখনই ইংলিশ ক্লাবটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল। দ্বিতীয় লেগে বুধবার জয় পায় ২-১ গোলে। কোয়ার্টার ফাইনালে ইংলিশ জায়ান্ট মান ইউর প্রতিপক্ষ কোপেনহেগেন। ডেনিশ ক্লাব কোপেনহেগেন প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল তুরস্কের ইস্তাম্বুল বেসেখতেরের কাছে। বুধবার রাতে ডেনিস ক্লাবটি ৩-০ গোলে জয় তুলে সেরা আট নিশ্চিত করেছে। প্রথম লেগ পরিত্যক্ত হয়েছিল সেভিলা-রোমা ম্যাচ। দ্বিতীয় লেগে দুই দল মুখোমুখি হয়েছে গতকাল। জয়ী দল খেলবে সেরা আটে। বায়ার্ন লেভারকুজেনের প্রতিপক্ষ রেঞ্জার্স। প্রথম লেগে ৩-১ গোলে জয় পাওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে লেভারকুজেন। বাসেলও প্রথম লেগে ৩-০ গোলে হারিয়েছে এইন্ট্রাখ ফ্রাঙ্কফুর্টকে।

সর্বশেষ খবর